- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
জয়ে শুরু বাংলাদেশের ভারত সিরিজ
ভারতের দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে বাংলাদেশ প্রথম টি২০ ম্যাচে স্বাগতিকদের সাত উইকেটে হারিয়েছে।
প্রথম ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে স্বাগতিকরা, যা বাংলাদেশ তিন বল বাকি থাকতেই তুলে নেয়।
টি২০ ক্রিকেট খেলায় অভিজ্ঞতাসম্পন্ন ভারতের ব্যাটিং লাইনআপকে স্বচ্ছন্দে ব্যাট করতে দেন নি বাংলাদেশের বোলাররা। শুরুতেই ভারতের অধিনায়ক রোহিত শর্মা আউট হন ৯ রানে, শফিউলের বলে এলবিডবলিউ হয়ে। শিখর ধাওয়ানের ৪১ রান ছাড়া ভারতের কোন ব্যাটসম্যানই বড় অংকের রান পান নি, নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল ভারত।
অধিনায়ক মাহমুদুল্লাহ আটজন বোলারকে দিয়ে বল করিয়েছেন, কোন বোলারের বিরুদ্ধে অভ্যস্ত হবার সময় দেননি ভারতের ব্যাটসম্যানদের।
বাংলাদেশ ১৪৯ রানে জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুর দিকেই লিটন দাসের উইকেটটি হারায়। চার বলে ৭ রান করে আউট হন লিটন।
কিন্তু মোহাম্মদ নাঈম এবং সৌম্য সরকার ৪৬ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামলে নেন এবং বাংলাদেশকে ৫৪ পর্যন্ত নিয়ে যান। নাঈম ২৬ রানে ও সৌম্য সরকার ৩৫ বলে ৩৯ রান করে আউট হন।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন মুশফিকুর রহিম - তার ৪৩ বলে ৬০ রানের ম্যাচ-জেতানো ইনিংসটিই আসলে বাংলাদেশের জয় নিশ্চিত করে দেয়।
শেষ দিকে ৭ বলে ১৫ রান তুলে নেন মাহমুদুল্লাহ। খেলার শেষ শটটিও ছিল তার, মিড-উইকেটের ওপর দিয়ে ছক্কা।
ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক হবে ৭ই নভেম্বর রাজকোটে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ২০ ওভারে ১৪৮/৬, (ধাওয়ান ৪১, পান্ট ২৭, শ্রেয়াস ২২, শফিউল ৪-০-৩৬-২, আমিনুল ৩-০-২২-২, আফিফ ২-০-১১-১ )
বাংলাদেশ ১৯.৩ ওভারে ১৫৪/৩ (মুশফিক ৬০*, সৌম্য ৩৯, নাঈম ২৬, মাহমুদউল্লাহ ১৫* চাহার ৩-০-২৪-১, চেহেল ৪-০-২৪-১)
ম্যান অব দ্যা প্লেয়ার: মুশফিকুর রহিম