গিনেজ বুকে জেনিফার অ্যানেস্টন

By: রাশেদ শাওন ২০১৯-১০-১৯ ৬:৩৮:৫৭ পিএম আপডেট: ২০২৪-১২-০৩ ১২:৪৯:১০ পিএম তারকা
জেনিফার অ্যানেস্টন

আমেরিকান টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেত্রী জেনিফার অ্যানেস্টন ইন্সটাগ্রামে প্রোফাইল খুলেছেন গত সপ্তাহের মঙ্গলবার সকালে। প্রথম দিনেই ‘ফ্রেন্ডস’ সিরিজের সহঅভিনেতাদের নিয়ে সেলফি পোস্ট দিয়ে গড়েছেন গিনেজ রেকর্ড।

ছবিতে তিনি ক্যাপশান দিয়েছেন, ‘আমরা এখন ইন্সটাগ্রামেও ফ্রেন্ডস। হাই ইন্সটাগ্রাম’

সেলফি পোস্ট দেওয়ার পর তা ফলোয়ারদের লাইক এবং কমেন্টে ভরে যায়। ৫ ঘণ্টা ১৬ মিনিটের মাথায় ফলোয়ারের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়।

এর পর গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস’য়ের বুধবারে ঘোষণা অনুসারে বিজনেস ইন সাইডার ডটকম জানায়, ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে দ্রুততম সময়ের মধ্যে সাড়া ফেলে অ্যানেস্টন রেকর্ড গড়েছেন।

অ্যানেস্টনের আগে ‘ডিউক অ্যান্ড ডাচিস অফ সাসেক্স’, প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল’য়ের পোস্টের জন্য অফিশিয়ার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ‘সাসেক্সরয়াল’ এই রেকর্ডের অধিকারী ছিল। এপ্রিল মাসে এই পোস্ট ১০ লাখ ফলোয়ারের কাছে পৌঁছাতে সময় নেয় ৫ ঘণ্টা ৪৫ মিনিট।

তার আগে এই রেকর্ড গড়েছিলেন কোরিয়ান পপ সঙ্গীত শিল্পী কাঙ ডেনিয়ল। যার পোস্ট ১০ লাখ ফলোয়ারের কাছে পৌঁছেছিল ১১ ঘণ্টা ৩৬ মিনিটে।