- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
- ● "বাংলা ভাষা নিয়ে লজ্জা, সংকোচ, হীনমন্যতার কিছু নেই"
- ● করোনা’র টিকাদানে ভারত, পাকিস্থানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
- ● আলোচনায় নাদিম ইকবালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিকড়ের ভাষা’
টরন্টোতে ফিরছে ‘সর্ব বৃহৎ রাবারের হাঁস’

বিশ্বের সবচেয়ে বড় রাবারের হাঁস ফিরছে টরন্টোতে।
বিশাল রাবারের হাঁসটিকে শেষ বারের মতো টরন্টোতে দেখা যায় ২০১৭ সালে। সেই হাঁসটি ফিরছে এ বছরের গ্রীষ্মে।
টরন্টো ওয়াটার ফ্রন্ট ফেস্টিভ্যালে দেখা মিলবে তার।
সম্প্রতি উৎসবটির নতুন নাম ঘোষণা সময় খবরটি জানানো হয়।
এ বছর উৎসবের নামকরণ করা হয়েছে রেডপাথ ওয়াটার ফ্রন্ট ফেস্টিভ্যাল।
এতে আরও জানানো হয়, বহুল প্রতিক্ষিত বিশ্বের সবচেয়ে বড় হাঁসটির দেখা মিলবে সেপ্টেম্বর ১৬-১৭ তে।
টরন্টো ওয়াটার ফ্রন্ট ফেস্টিভ্যাল’র চেয়ারম্যান ন্যান্সি গেভিন এ বিষয়ে জানান, বিশ্বের সবচেয়ে বড় হাঁসটি ফিরিয়ে আনার জন্যে প্রতিনিয়তই অনেকে অনুরোধ করে আসছিলেন। অবশেষ ছয় বছর পর এ বারের গ্রীষ্ম উদযাপন উৎসবে হাঁসটি ফিরে আসছে।
এর আগে হলুদ হাঁসটিকে দেখেছে সাত লাখ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ। কানাডার দেড়শ বছর পুর্তিতে হাঁসটিকে লেকের পানিতে ভাসানো হয় ২০১৭ সালে।
এতে আরও জানানো হয়, হাঁসটির উচ্চাতা হবে প্রায় ছয় তলা একটি ব্লিডিংয়ের সমান এবং ওজন ত্রিশ হাজার পাউন্ড।
সূত্র: ব্লগ টিও।