মাঠে ফিরছে ইংলিশ ফুটবল লিগও

By: সুখবর ডেস্ক ২০২০-০৫-২৮ ৮:৪৮:৪১ পিএম আপডেট: ২০২৪-১১-২১ ৫:২৫:৫৫ এএম খেলাধুলা
লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ

জার্মান বুন্দেসলিগ মাঠে ফেরার পর এবারে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ।  ১৭ জুন থেকে মাঠে গড়াবে জনপ্রিয় এই ফুটবল লিগ। বিবিসি ও স্কাই স্পোর্টস জানিয়েছে, এর মধ্যেই সভায় সিদ্ধান্ত হয়েছে ১৭ জুন লিগ মাঠে ফেরানোর।

 

প্রথম দিনে লিগের ২৯তম সপ্তাহে যে চারটি দলের ম্যাচ বাকি ছিল, তাদের ম্যাচই হবে। অর্থাৎ, ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল, আর অ্যাস্টন ভিলা খেলবে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে। এরপর ১৯-২১ জুন হবে লিগের ৩০তম সপ্তাহের ম্যাচগুলো।

 

গত মার্চে লিগের পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ম্যান সিটির (৫৭ পয়েন্ট) চেয়ে এক ম্যাচ বেশি খেলে ২৫ পয়েন্ট এগিয়ে ছিল লিভারপুল।

 

সবকিছু অনুকূলে গেলে অবশ্য ২০ জুন ফেরার পর নিজেদের প্রথম ম্যাচেই শিরোপা উৎসব করতে পারে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। সেদিন নগরপ্রতিদ্বন্দ্বী এভারটনের বিপক্ষে নামবেন সালাহ-মানেরা। তার আগে ১৭ জুন আর্সেনালের কাছে সিটি হেরে গেলে, আর ২০ জুন লিভারপুল এভারটনকে হারিয়ে দিলেই হলো! শিরোপা লিভারপুলের।

 

তবে একটাই আক্ষেপ থাকতে পারে লিভারপুলের, শিরোপা উৎসব করার জন্য মাঠে সমর্থকদের পাশে পাবেন না হেন্ডারসনরা। লিগ যে ফিরছে দর্শকশূন্য মাঠে।