কানাডিয়ান স্ক্রিনে সেরা চলচ্চিত্র ’অ্যান্টিগোন’

By: রাশেদ শাওন ২০২০-০৫-২৮ ১১:৩১:২০ এএম আপডেট: ২০২৪-০৪-২৫ ৫:৪৬:৩৪ পিএম সিনেমা
’অ্যান্টিগোন’ ছবির একটি স্থিরচিত্র

এবারের কানাডিয়ান স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিল কুইবেক চলচ্চিত্র নির্মাতা সোফি ডেরাস্পের অ্যান্টিগোন ছবিটি। খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর গ্রীক নাটক সোফোক্লেস’র আধুনিক রূপান্তর এটি। 

 

যদিও ডেরাস্পির অভিমত, ২০০৮ সালে মন্ট্রিয়ালে ১৮ বছর বয়সি ফ্রেডি ভিলানুয়েভা হত্যার পর তাকে নিয়ে প্রকাশিত একটি নিবন্ধ পড়ে ছবিটি তৈরি করতে অনুপ্রাণিত হন।

 

ছবিটি সেরা চলচ্চিত্র’র খেতাবসহ আরও চারটি পুরষ্কার জিতেছে। পুরষ্কারগুলো এল- সেরা প্রধান অভিনয় শিল্পী, সেরা পার্শ্ব অভিনয় শিল্পী, সেরা চিত্রনাট্য এবং সেরা সম্পাদনা বিভাগে। 

 

বৃহস্পতিবার ভার্চুয়ালি এবারের অ্যাওয়ার্ড প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। যদিও গত ২৯ শে মার্চ পুরষ্কারপ্রাপ্তদের নাম ঘোষণার কথা ছিল। কিন্তু চলমান কোভিড-১৯ এর মহামারীর কারণে তা বাতিল করা হয়। 

 

কানাডিয়ান সিনেমা ও টেলিভিশন একাডেমি পরিচালিত এই পুরষ্কার কানাডিয়ান টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং ফিল্মের মধ্যে শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয়।