- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
দর্শকশূন্য স্টেডিয়ামেই মাঠে গড়াল ফুটবল
ইউরোপ জুড়ে কোভিড-১৯ এর বিস্তারের কারণে আরোপিত লকডাউন শিথিল হওয়ার পর প্রথম বারের মতো মাঠে গড়ালো ফুটবল। শুরু হল জার্মানির শীর্ষ ফুটবল লিগ বুন্দেসলিগার খেলা। প্রথম দিন ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হল। তবে সব খেলাই হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে।
আজকের ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল বরুশিয়া ডর্টমুন্ড আর শালকের মধ্যে। কারণ, এটি হচ্ছে 'ডার্বি' - অর্থাৎ একই অঞ্চলের দুই ক্লাবের মধ্যেকার ম্যাচ। জার্মান ফুটবলে পশ্চিমাঞ্চলীয় রুর এলাকার এই দুটি ক্লাবের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতা ও রেষারেষির ইতিহাস বহু পুরোনো ।
বরুশিয়া ডর্টমুন্ড এ ম্যাচে ৪-০ গোলে জিতেছে।
ইউরোপের প্রধান ফুটবল লিগগুলোর মধ্যে জার্মানির বুন্দেসলিগাই প্রথম - যা করোনাভাইরাস সংক্রমণজনিত লকডাউনের পর আবার চালু হলো।
ফুটবল ফ্যানরা যাতে স্টেডিয়ামে ঢুকতে না পারে বা কোনরকম গোলমাল না বাধায়, সে জন্য স্টেডিয়ামগুলোতে পুলিশ মোতায়েন করা হয়।
ভাইরাস সংক্রমণ ঠেকাতে খেলার সময় কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হয়।
খেলোয়াড়দের সবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়, তা ছাড়া প্রতিটি দলই ছিল কোয়ারেন্টাইনে - তারা শনিবার মাঠে নামার আগ পর্যন্ত এক সপ্তাহ ধরে হোটেলে থেকেছে এবং সেখান থেকেই ট্রেনিং করতে গিয়েছে।
খেলার সময়টুকুর বাইরে খেলোয়াড়দের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়।
ম্যাচের দিন খেলোয়াড়, স্টাফ এবং ক্লাব কর্মকর্তা মিলে প্রায় ৩০০ লোক ছিল স্টেডিয়ামে।