- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
২০ হাজার ডলারে মুশফিকুরের ব্যাট কিনলেন আফ্রিদি
প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিমের ঐতিহাসিক ক্রিকেট ব্যাটটি ২০ হাজার ডলারে কিনে নিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ লাখ টাকা। পাকিস্তানের সাবেক অধিনায়কের গড়া ‘দ্য শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’র ব্যানারে ব্যাটটি কেনা হয়েছে।
মুশফিকুর রহিম বৃহস্পতিবার রাতে লাইভ আড্ডায় যোগ দিয়ে নিজের ব্যাট বিক্রির সুখবরটি দেন। এ অর্থ পুরোটাই দুস্থ মানুষের সেবায় ব্যয় হবে।
জাতীয় দলের এ ক্রিকেটার ভিডিও বার্তায় বলেন,‘গত ১৩ মে দ্য শহীদ আফ্রিদি ফাউন্ডেশন থেকে আমরা একটি ই-মেইল পাই। তারা আমার ব্যাটটি নিতে আগ্রহ দেখায়। পরবর্তীতে আমাদের যোগাযোগে ভিত্তিতে ব্যাটটি নিলামে কিনে নেয়। ২০ হাজার ডলার দিয়ে সর্বোচ্চ বিডার হয়েছে দ্য শহীদ আফ্রিদি ফাউন্ডেশন।’
শহীদ আফ্রিদিকে ধন্যবাদ জানিয়ে মুশফিক বলেন,‘আমি সব সময়ই শহীদ আফ্রিদির বড় ফ্যান। উনার সাথে আমার বিপিএলে এক মৌসুমে খেলা হয়েছে, সিলেট রয়্যালসে। আমি ধন্যবাদ জানাতে চাই তাকে। বিশেষ করে তার ফাউন্ডেশনকে। আমি খুব খুশি যে আমার ব্যাটটি তারা কিনেছে। এ অর্থ পুরোটাই দুস্থ মানুষের সেবায় ব্যবহার করা হবে।’
২০১৪ সালে আফ্রিদি নিজের ফাউন্ডেশন গড়ে তোলেন। এরপর থেকে নিয়মিত সামাজিক কার্যক্রমে অবদান রাখছেন। করোনা মহামারির সময়ে নিজের ফাউন্ডেশন থেকে নিয়মিত সাধারণ মানুষকে সাহায্য করছেন ‘বুম বুম’ খ্যাত আফ্রিদি।
ভিডিও বার্তায় মুশফিককে শুভেচ্ছা জানিয়ে আফ্রিদি বলেছেন,‘মুশফিক আপনি দেশের মানুষের জন্য যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। এ ধরনের কাজ বাস্তব জীবনের নায়করা করে থাকে। আমরা কঠিন সময় কাটাচ্ছি। এ সময়ে আমাদের একে অপরকে দরকার, একে অপরের পাশে থাকতে হবে।’
‘বাংলাদেশ থেকে আমি যে ভালোবাসা, স্নেহ পেয়ে এসেছি, সব সময় আমার মনে থাকবে। আপনার ক্রিকেট ব্যাটটি কিনে পুরো পাকিস্তান, আমি আপনার যুদ্ধে যোগ দিতে চাই। পুরো পাকিস্তান এবং শহীদ আফ্রিদি ফাউন্ডেশন আপনার সাথে আছে। আমাদের প্রার্থণা আপনার সাথে আছে। আশা করছি সৃষ্টিকর্তা শিগগিরিই আমাদের এ মহামারি থেকে রক্ষা করবে। তখন আমরা আবারো ক্রিকেট মাঠে একসঙ্গে খেলতে পারব।’
গত ৯ মে মুশফিকের ব্যাটটি নিলামে তোলা হয়। গতকাল ছিল নিলামের শেষ সময়।