কৌতুক : প্রেমিকের নামে একটা গাছ লাগাও

By: সুখবর ডেস্ক ২০২০-০৫-১৯ ৫:০০:৩৬ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ১০:৫৯:১৫ এএম রঙ্গব্যঙ্গ
ছবি অন লাইন থেকে সংগৃহীত

প্রেমিকের নামে একটা গাছ লাগাও

পার্কের নোটিশ বোর্ডে এইরকম হিতোপদেশ লেখা ছিলো:

“গাছের গায়ে প্রেমিকের নাম খোদাই করার বদলে, নিজের প্রেমিকের নামে একটা গাছ লাগাও।”

কথাটা তীরের মত অন্তরের অন্তঃস্থলে গিয়ে আঘাত করেছিল সুমনার।

সুমনা অনেক ভেবে চিন্তে বয়ফ্রেন্ডের সংখ্যা গুনে, শেষে চার বিঘা জমি কিনে তাতে আখের চাষ করে ফেলল।

 

ভয় তাড়ানো

এলোপাতাড়িভাবে রাজপথ দিয়ে ছুটে যাচ্ছে একটি গাড়ি।

আরোহীর সিটে বসে আছেন মিসেস শায়লা।

মিসেস শায়লা: ও মাই গড! ড্রাইভার! তুমি আমাকে মারবার ফন্দি এঁটেছো নাকি?

ড্রাইভার: ভয় পাবেন না ম্যাডাম, বেশি ভয় করলে আমার মতো চোখ বন্ধ হয়ে যাবে ।

মিসেস শায়লা তো বেহুস !

 

প্রসূতি হাসপাতাল

এক মহিলা ট্যাক্সিতে বসে ট্যাক্সিড্রাইভারকে বলল- প্রসূতি হাসপাতাল।

ট্যাক্সি ছুটতে শুরু করল সব গাড়িকে পেছনে ফেলে।

মহিলাটি বলল: এতো জোরে চালানোর দরকার নেই তো! আমি ওখানে চাকরি করি।

 

হুকুম

ট্যাক্সি ড্রাইভারের গাড়ি চালানো দেখে মুগ্ধ হয়ে বললাম, বাহ! তুমি তো বেশ ভাল গাড়ি চালাতে পার। গাড়ি চালাতে কী তোমার খুব ভাল লাগে?

ড্রাইভার বলল, হ্যাঁ লাগে। সবচেয়ে বড় কথা, কখন কি করতে হবে, সেই হুকুম দেয়ার মত মাথার উপর বস থাকে না।

তো তারপর আমি বললাম, এবার ডানদিকে থামো।

ড্রাইভার তো পুরাই বেহুস !

 

ছুটি

কর্মচারী: স্যার, পাঁচ দিনের ছুটি চাই।

বস: কেন? মাত্রই তো তুমি ১০ দিন ছুটি কাটিয়ে ফিরলে।

কর্মচারী: স্যার আমার বিয়ে।

বস: বিয়ে করবে ভালো কথা। তো এত দিন ছুটি কাটালে, তখন বিয়ে করোনি কেন?

কর্মচারী: মাথা খারাপ? বিয়ে করে আমার সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করব নাকি?

 

বর হত্যা

জজ: হত্যা করার রাতে তোমার বর শেষ কি বলেছিল?

বউ: চশমা কোথায় সুপর্না?

জজ: শুধু একথা বলাতে তুমি খুন করলে তোমার বর কে?

বউ: আমার নাম পাপিয়া।