- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
কৌতুক : প্রেমিকের নামে একটা গাছ লাগাও
প্রেমিকের নামে একটা গাছ লাগাও
পার্কের নোটিশ বোর্ডে এইরকম হিতোপদেশ লেখা ছিলো:
“গাছের গায়ে প্রেমিকের নাম খোদাই করার বদলে, নিজের প্রেমিকের নামে একটা গাছ লাগাও।”
কথাটা তীরের মত অন্তরের অন্তঃস্থলে গিয়ে আঘাত করেছিল সুমনার।
সুমনা অনেক ভেবে চিন্তে বয়ফ্রেন্ডের সংখ্যা গুনে, শেষে চার বিঘা জমি কিনে তাতে আখের চাষ করে ফেলল।
ভয় তাড়ানো
এলোপাতাড়িভাবে রাজপথ দিয়ে ছুটে যাচ্ছে একটি গাড়ি।
আরোহীর সিটে বসে আছেন মিসেস শায়লা।
মিসেস শায়লা: ও মাই গড! ড্রাইভার! তুমি আমাকে মারবার ফন্দি এঁটেছো নাকি?
ড্রাইভার: ভয় পাবেন না ম্যাডাম, বেশি ভয় করলে আমার মতো চোখ বন্ধ হয়ে যাবে ।
মিসেস শায়লা তো বেহুস !
প্রসূতি হাসপাতাল
এক মহিলা ট্যাক্সিতে বসে ট্যাক্সিড্রাইভারকে বলল- প্রসূতি হাসপাতাল।
ট্যাক্সি ছুটতে শুরু করল সব গাড়িকে পেছনে ফেলে।
মহিলাটি বলল: এতো জোরে চালানোর দরকার নেই তো! আমি ওখানে চাকরি করি।
হুকুম
ট্যাক্সি ড্রাইভারের গাড়ি চালানো দেখে মুগ্ধ হয়ে বললাম, বাহ! তুমি তো বেশ ভাল গাড়ি চালাতে পার। গাড়ি চালাতে কী তোমার খুব ভাল লাগে?
ড্রাইভার বলল, হ্যাঁ লাগে। সবচেয়ে বড় কথা, কখন কি করতে হবে, সেই হুকুম দেয়ার মত মাথার উপর বস থাকে না।
তো তারপর আমি বললাম, এবার ডানদিকে থামো।
ড্রাইভার তো পুরাই বেহুস !
ছুটি
কর্মচারী: স্যার, পাঁচ দিনের ছুটি চাই।
বস: কেন? মাত্রই তো তুমি ১০ দিন ছুটি কাটিয়ে ফিরলে।
কর্মচারী: স্যার আমার বিয়ে।
বস: বিয়ে করবে ভালো কথা। তো এত দিন ছুটি কাটালে, তখন বিয়ে করোনি কেন?
কর্মচারী: মাথা খারাপ? বিয়ে করে আমার সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করব নাকি?
বর হত্যা
জজ: হত্যা করার রাতে তোমার বর শেষ কি বলেছিল?
বউ: চশমা কোথায় সুপর্না?
জজ: শুধু একথা বলাতে তুমি খুন করলে তোমার বর কে?
বউ: আমার নাম পাপিয়া।