- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
নাদিমের সিনেমা ‘বিদ্যাভুবন’ মুক্তি পেল ইউটিউবে (ভিডিও)
সম্প্রতি অনলাইন প্লাটফর্ম ইউটিউবে মুক্তি পেয়েছে আলোকচিত্রি ও নির্মাতা নাদিম ইকবালের চলচ্চিত্র বিদ্যাভুবন। ২৬ মিনিট ১৬ সেকেন্ড ব্যাপ্তি ছবিটিতে তুলে ধরা হয়েছে এক স্বপ্নবান মানুষ মামুনের স্বপ্ন বাস্তবায়নের গল্প।
বিদ্যাভুবন সিনেমাটি নিয়ে নাদিম ইকবাল সুখবর টোয়েনটি ফোর ডটকমকে বলেন, আমার প্রথম ছবি মাদার টাং। এর পর আমি একাধিক প্রজেক্ট নিয়ে কাজ করছি। এই ছবিটিও বেশ আগে ধারণ করা। ২০১৭ সালে দেশে গিয়েছিলাম এক পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে। তখনই মামুনের স্কুলের কথা জানতে পারি আমার এক বন্ধুর কাছে। তার কাছ থেকে বিষয়টি জানতে পেরে কাছিয়াকান্দি গ্রামে যাই। প্রথমে আমাদের পরিকল্পনা ছিল দুই দিন শুটিং করার। পরে ঘটনার ভিতরে আমি এতটাই ডুবে যাই যে, টানা দশ দিন শুট করি প্রথম ধাপে।
নাদিম ইকবাল আরো বলেন, সবাই এখন মানুসিকভাবে বিপর্যস্ত। তাই ভাবলাম আমার এই ছবিটি দেখে অনেকের মনের স্বপ্নগুলো আবারও জেগে উঠতে পারে। তৈরি হতে পারে নতুন সম্ভাবনা। তাছাড়া যে কেউ এই ছবি দেখে আনন্দিত হতে পারে। সেই ভাবনা থেকেই ইউটিউবে বিদ্যাভুবন মুক্তি দিয়েছি।
এ বিষয়ে নির্মাতা নাদিম ইকবাল সিনেমাটির ট্যাগ লাইনে লিখেছেন, ‘সহজ সুন্দর মন আর সদিচ্ছাই মানুষের অসম্ভব ক্ষমতার কথা বলে। কাছিয়াকান্দা গ্রামে স্বর্গীয় সম্ভাবনার ফুল ফুটে মামুনের উদ্যোগে।’
তিনি সিনেমাটির নির্মাণ প্রসঙ্গে লিখেছেন , ‘২০১৭, ঢাকা। শুনলাম যে, এক মহৎপ্রাণ তাঁর কিডনি বিক্রি করতে যাচ্ছেন। সেই অর্থ দিয়ে তিনি গড়ে তুলবেন বিদ্যাভুবন স্কুল তাঁর গ্রামের গরিব শিশুদের জন্য! ছুটে গেলাম সেই প্রত্যন্ত গ্রামে। তৈরি করলাম একটা প্রামাণ্যচিত্র এ বিষয়ে। এই মহৎ শক্তির কথা জানাতে চাইলাম সারা বিশ্বকে। তাই ইংরেজি ভাষা ব্যবহার করলাম।
পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘ইতিমধ্যে কানাডার নামকরা ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে এ ছবি নিয়ে আলোচনা হয়েছে। ছবিটি মেক্সিকোতে আমন্ত্রিত হয়েছে। যারাই দেখেছেন আমাদের সেই গ্রামে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।’
বিদ্যাভুবন সিনেমাটি দেখতে ক্লিক করুন এখানে।