ঈদে সাত নির্মাতার সাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

By: সুখবর ডেস্ক ২০২০-০৫-১৮ ৫:৫২:০০ পিএম আপডেট: ২০২৪-১২-২১ ১২:০৬:৪৫ পিএম বিনোদন
গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন, শাফায়েত মনসুর রানা, নূরুল আলম আতিক, অনিমেষ আইচ ও গৌতম কৈরি। ছবি: সংগৃহীত

ঘরে বসে সাত তারকা নির্মাতা আলাদা গল্পে, আলাদা নামে একটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন একটি সিরিজের জন্যে। সিরিজটির নাম ‘ঘরবন্দী সময়ের গল্প’।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর  নির্মাতারা হলেন গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন, নূরুল আলম আতিক, অনিমেষ আইচ, সুমন আনোয়ার, শাফায়েত মনসুর রানা ও গৌতম কৈরি। 

সিরিজটি তৈরি করছে আলফা আই স্টুডিওস।

সিরিজটির প্রযোজক সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরে টেলিভিশনে প্রচারিত হবে এই সিরিজটি। 

ঘরে বসে তৈরি হলেও বাড়তি যত্নে কাজটি করা হচ্ছে। শুটিংয়ের জন্য চিত্রগ্রাহকও রাখা হয়েছে। শিল্পীর সঙ্গে ভিডিও কলে পরিচালক ও ক্যামেরাম্যান দুজনই থাকছেন। দৃশ্যের সঙ্গে ফ্রেমগুলোও তাঁরা শিল্পীকে বুঝিয়ে দিচ্ছেন ভিডিও কলে। চরিত্রটিও ভালোভাবে বুঝে নেওয়ার সুযোগ পাচ্ছেন শিল্পীরা। শুধু মুঠোফোনই নয়, কোনো কোনো পর্বের শুটিংয়ে ডিএসএলআর ক্যামেরার ব্যবস্থা আছে, বলে জানা গেছে।

প্রতিটি ছবির দৈর্ঘ্য হবে ২০ থেকে ২৫ মিনিটের।

গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্যের নাম ‘কোয়ারেন্টিন’। এর শুটিং চলছে। অভিনয় করছেন দীপা খন্দকার, শাহেদ আলী প্রমুখ। অনিমেষ আইচ নির্মাণ করবেন ‘একা’ নামের স্বল্পদৈর্ঘ্য।এতে অভিনয় করছেন ভাবনা, শতাব্দী ওয়াদুদ, রুনা খান প্রমুখ। ‘লকডাউন’ নামের ছবিটির পরিচালক শিহাব শাহীন। এতে অভিনয় করছেন শাওন ও টয়া। 

এ ছাড়া বাকি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো নূরুল আলম আতিকের ‘করোনার ফুল’, সুমন আনোয়ারের ‘কাগজের পাখি’, শাফায়েত মনসুর রানার ‘মধ্য নায়ক’ ও গৌতম কৈরির ‘খোলা জানালা’।

আরও জানা গেছে, ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে নয়টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে সিরিজটি। টেলিভিশনে প্রচারের পরে বায়োস্কোপ প্ল্যাটফর্মেও দেখা যাবে এটি।