- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
কবিতা : তখন আগন্তুক হবি
By: আহমেদ হোসেন ২০২০-০৫-১৮ ৫:২৯:৩৯ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ৫:৪৩:৫৮ এএম সাহিত্য
অধৈর্য হয়ে কি লাভ বল
আর ক'টা দিন না হয়
থাকলি-ই ঘরে
মিলবি তো জানি
আবার মেলায়
হেলায় খেলায়
মসজিদে আর মন্দিরে
গির্জা আর প্যাগোডায়
এখন দেখ
মাছগুলো ঠিক খেলছে জলে
পাখ পাখালিরা
উড়ছে মেলে
আকাশ হাসে সাদা মেঘে
পথ চেয়ে রয় পথিক খুঁজে
পিঁপড়ে ভাবে কোথায় ওরা
পায়ের তলায় মারতো যারা।
আমায় কি তুই ভুলেই যাবি
দিন ফুরোলে, কেষ্ট পেলে
কতভাবেই না
প্রমাণ গেল
কত প্রাণ
প্রাণ হারাল
ভেস্তে গেল উৎসব কত
অসহায় তোর দম্ভ যত
সম্পর্কগুলো গুড়িয়ে দিয়েছি
বন্ধ করেছি তোদের দুয়ার
হাসফাঁস করে কী লাভ বল
আর ক'টা দিন অপেক্ষা কর
সত্যি বলেছি
হেরে গিয়ে জিতাবো তোকে
জানি
বুঝি তুই
জীবন আনন্দে
মেতে-ই রবি
মনে রাখিস
সেই সময়ে তুই
আগন্তুক হবি।।