- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
সৌদি আরবে ঈদ রোববার
আরব নিউজ সূত্রে জানা গেছে, সৌদি আরবে শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামীকাল শনিবার ৩০ রমজান পূর্ণ হচ্ছে।
সেই মতে রোববার পহেলা শাওয়াল হওয়ায় ওই দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
গালফ নিউজ, খালিজ টাইমস ও আরব টাইমসে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এবার সৌদি আরবে ঈদের নামাজ নিজ নিজ ঘরে আদায় করতে হবে। কারণ করোনা পরিস্থিতিতে ঈদের ছুটির সময় সেখানে কারফিউ ঘোষণা করা হয়েছে। ঈদের সময় মসজিদগুলো বন্ধ থাকবে।
সৌদি গেজেট–এর এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেল ৫ টা থেকে দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। আগামী ২৭ মে পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।
এদিকে কানাডাতেও আগামী রোববার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। বেশ কিছু সূত্র থেকে তা নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া বাংলাদেশে সরকারের এক প্রেস বিজ্ঞপ্তী থেকে জানা গেছে, ১৪৪১ হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এই সভার মাধ্যমেই জানা যাবে পবিত্র ঈদুল ফিতর আগামী রোববার নাকি পরদিন সোমবার অনুষ্ঠিত হবে।
শনিবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
সরকারের তথ্য বিবরণিতে বলা হয়, দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে।