- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
দশ জনের সমাবেশের ক্ষেত্রে যা জানতে হবে
ধীরে ধীরে খুলতে শুরু করেছে লকডাউন। সম্প্রতি ঘোষিত দ্বীতিয় দফায় লকডাউন খোলার বিষয়েও জারি করা হয়েছে কিছু বিধি নিষেধে। এই নিয়মে লোক সমাগম বা গণজামায়েতের ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে লোকের সংখ্যা।
এ দফায় গণজামায়েতে লোকসংখ্যা বাড়িয়ে পাঁচ জন থেকে দশ জনের দলে নির্ধারণ করা হয়েছে।
অন্টারিও’র প্রিমিয়ার ডগ ফোর্ড সোমবার তার প্রতিদিনের দেওয়া সংবাদ বিফ্রিংয়ে এই রূপরেখার কথা জানিয়েছেন।
তবে ফোর্ডের দেওয়া বিফ্রিংয়ে সে সময় সব প্রশ্নের উত্তর বিশদভাবে প্রকাশ পায়নি। এখনও অনেকের মনেই থেকে গেছে প্রশ্নগুলো।
নতুন সমাবেশের সীমা সম্পর্কিত রূপরেখা নিয়ে কিছু বিষয় স্পষ্ট করার সাধারণ কিছু প্রশ্নের উত্তর নীচে দেওয়া হল।
প্রশ্ন: আপনি যখন ১০ জনের সাথে আছেন তখন আপনার কি শারীরিক দূরত্ব মেনে চলার দরকার আছে?
উত্তর: অন্টারিও সরকার প্রকাশিত কাঠামো অনুসারে, আপনার বাড়ির বাইরের লোকদের সাথে জড়ো হওয়ার সময় প্রস্তাবিত দুই মিটার দূরে থাকা উচিত।
প্রশ্ন: এটি কি বাড়ির বাহিরের মতো ভিতরে প্রযোজ্য?
উত্তর: উভয়। সরকার ঘোষিত নীতিমালা অনুযায়ি, আপনার পরিবারের সদস্য নয় এমন লোকদের সাথে দেখা করার ক্ষেত্রে দু' মিটার দৈহিক দূরত্ব বজায় রাখতে হবে। সেটা ঘরের বাইরেও যেমন, ঘরেও তেমনি মানতে হবে।
প্রশ্ন: ১০ জনের দলটির সদস্য সর্বদা কি একই লোক হতে হবে নাকি ভিন্ন লোকও হতে পারে?
উত্তর: না, এটি একই লোক হওয়ার দরকার নেই। আপনি ১০ জনের একটি পৃথক দলের সাথে একত্রিত হতে পারেন তবে আপনাকে অবশ্যই শারীরিকভাবে দূরত্ব মেনে চলতে হবে।
প্রশ্ন: ডাবল বাবলিংয়ের সাথে এর তফাত কি?
উত্তর : 'ডাবল-বাবলিং' বা 'কোহোর্টিং' শব্দটি বোঝায় যখন দুটি পরিবারের সদস্যরা সমাঝোতার ভিত্তিতে একে অন্যের সাথে দুরুত্ব মেনে চলার জন্যে চুক্তি করে সে ধরণের পরিস্থিতিকে। এই ফলে তারা একে অন্যের সাথে থাকতে পারে। এমনকি তারা একে অন্যকে আলিঙ্গনও করতে পারে।
এদিকে, এই নতুন সামাজিক সমাবেশের সীমাটি দুটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এখন শারীরিক দূরত্ব মেনে চলাটাই আবশ্যক।
প্রশ্ন: এই নিয়ম কি অন্টারিওতে বসবাসকারী সকলের জন্যেই প্রযোজ্য?
উত্তর: হ্যাঁ। আপনি যে এলাকায় বসবাস করছেন সেটি যদি দ্বিতীয় পর্যায়ের‘গ্রিনলিট’ এর আওতায় পরে তবে অবশ্যই এ নিয়ম মেনে চলতে হবে।
জনসমাগমের ক্ষেত্রে শুধু এই নিয়ম মানলেই চলবে না, এর পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেমন নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, জনসমাগমে যাওয়ার সময় বা পাবলিক ট্রান্সপোর্টে চড়ার সময় মাখে মাস্ক ব্যবহার করা।
সূত্র: blogto.com