চুল কাটাতে হাজার লোকের আগাম বুকিং

By: সুখবর ডেস্ক ২০২০-০৬-১০ ৭:০২:৫৫ পিএম আপডেট: ২০২৪-১১-২১ ৯:১০:১৭ এএম আন্তর্জাতিক
জুলিয়ান ফারেল সেলুনে তারকাদের ভিড় লেগেই থাকে

কোভিড-১৯ এর ফলে সৃষ্ট মহামারির কারণে যুক্তরাষ্ট্রে যে লকডাউন পরিস্থিতি ছিল তা ধীরে ধীরে শিথীল হতে শুরু করেছে। এরই মধ্যে দেশটিতে লকডাউন খোলার প্রথম ধাপে রয়েছে। শিগগিরি দেশটিতে দ্বিতীয়ধাপে লকডাউন তোলার ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। সে দফায় খুলবে হেয়ারড্রেসার সেলুনও। এমন খবর জানতে পেরে এরই মধ্যে দেশটির জনপ্রিয় সেলুন জুলিয়ান ফারেল অগ্রীম বুকিং রাখতে শুরু করেছেন তার খদ্দেরদের কাছ থেকে। 

 

জানা গেছে, এরই মধ্যে সেখানে চুল কাটার জন্যে এক হাজার জন সিরিয়াল দিয়ে রেখেছেন! খবর ফক্স নিউজ ও ব্লুমবার্গ.কমের। 

 

নিউইয়র্কের লয়োস রিজেন্সি হোটেলে ১০ হাজার স্কয়ার ফিটের সেলুনটিতে স্বাস্থ্যবিধি মেনে গ্রাহকদের সেবা দেওয়া হবে। 

 

১৫০ জন কর্মীর মধ্যে মাত্র ৫০ জনকে নিয়ে কাজ শুরু করবে সেলুনটি। এই ৫০ জন দুই শিফটে কাজ করবেন। করবেন ওভারটাইমও। অবশ্য যিনি চুল কাটতে আসবেন এবং যিনি চুল কাটবেন উভয়েই মাস্ক পরিধান করতে হবে।

 

যারা গ্রাহকদের চুলের বিভিন্ন স্টাইল করবেন তারা ফেস শিল্ড ব্যবহার করবেন। যারা চুলে রঙ করবেন তারা এবং সেলুনের অন্যান্য সহযোগীরাও গ্লাভস পরে নিবেন।

 

সেলুনে ঢোকার আগে মাপা হবে প্রত্যেকের শরীরের তাপমাত্রা। প্রবেশ পথেই রাখা হবে হাতধোঁয়ার জন্যে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা।

 

মোবাইল ফোন ও সান গ্লাস জীবাণুনাশক ভেজা টিস্যু দিয়ে মুছে নিয়ে আসতে হবে। হাতব্যাগ রাখতে হবে আলাদা প্লাস্টিকের ব্যাগের মধ্যে।

 

ওয়েটিংরুমের সোফাগুলো সরিয়ে ফেলা হবে। সেখানে দেওয়া হবে চেয়ার এবং সেগুলো নির্দিষ্ট দূরত্ব মেনে বসানো হবে।

 

মূলত লকডাউনের কারণে ফ্যাশন সচেতন অনেকেই তাদের চুলের পছন্দসই কাট দিতে পারছেন না। তাদের মধ্যে অনেক তারকারাও রয়েছেন। আর ক্ষতি পুষিয়ে নিতে জুলিয়েন ফারেল চুল কাটার দামও বাড়িয়ে দিয়েছে।

 

জুলিয়ান ফারেলের কাছে হলিউডের অভিনয় শিল্পী, প্রযোজক কেটি হোমস, স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল, ক্রিস্টিনা কুমোর মতো বড় বড় তারকারা চুলের স্টাইল করতে আসেন। সে কারণেই তার এতো জনপ্রিয়তা ও চাহিদা।