সীমিত আয়োজনে হজের সম্ভাবনা

By: সুখবর ডেস্ক ২০২০-০৬-০৯ ৮:১৫:৩৩ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ১১:৫৩:০০ এএম আন্তর্জাতিক
অনলাইন থেকে সংগৃহীত ছবি

কোভিড-১৯ সংক্রমনের ফলে সৃষ্ট মহামারির কারণে এ বছর হজ অনুষ্ঠিত হবে কিনা তা অনেকেই সন্দেহ প্রকাশ করলেও এক খবরে জানা গেছে, সৌদি আরব হজের জন্য সীমিত সংখ্যক লোককে আসার সুযোগ দিতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, সৌদি আরব প্রতি দেশ থেকে যত হজযাত্রী যাওয়ার কথা তা থেকে ২০ শতাংশ আসতে দেবে এমন সম্ভাবনা রয়েছে।

সাধারণ সময়ে ২৫ লাখের মতো মানুষ সারা বিশ্ব থেকে হজ পালন করতে সৌদি আরব যান।

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে ব্যাপক সুরক্ষা ব্যবস্থা নেয় সৌদি আরব।

মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব কর্মকাণ্ড বন্ধের বিরল ঘোষণা দেয় দেশটির সরকার।

এর কয়েকদিন পর সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্যেও ওমরাহ হজ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়।

মসজিদে নামাজ পড়া এমনকি ঈদের জামাতের উপরেও বিধিনিষেধ ছিল।

একই সময়ে সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে দেশটি। সেখানে বিভিন্ন শহরে কারফিউ জারি ছিল।

সৌদি আরবে এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখের উপরে।