আবারও বাঙালির নোবেল জয়

By: রাশেদ শাওন ২০১৯-১০-১৪ ৫:১১:৩২ এএম আপডেট: ২০২৪-০৪-২০ ৪:৪২:৩৪ এএম আন্তর্জাতিক
অর্থনীতিতে নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার।

২০১৯ সালে অর্থনীতিতে নোবেল জিতেছেন তিন মার্কিন অর্থনীতিবিদ। নোবেল বিজয়ীরা হলেন- অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার। তাঁদের মধ্যে অভিজিৎ ব্যানার্জি ভারতীয় বংশোদ্ভূত বাঙালি। 

বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক গবেষণার জন্য তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

প্রতিষ্ঠানটি সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা করে।

ফলে চতুর্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পেলেন অভিজিৎ ব্যানার্জি। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক হিসেবে কর্মরত তিনি।

এর আগে নোবেল জয়ী তিন বাঙালি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন ও ড. মুহম্মদ ইউনুস।

অভিজিতের পাশাপাশি নোবেল পেয়েছেন তাঁর স্ত্রী মার্কিন অর্থনীতিবিদ এস্তার দুফলো। তিনি ফরাসি বংশোদ্ভূত। দ্বিতীয় নারী অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন তিনি। সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পাওয়ার কৃতিত্বও দেখালেন দুফলো। ৪৬ বছর বয়সে নোবেল জিতলেন দুফলো। আর তাঁর স্বামী অভিজিৎ জিতলেন ৫৮ বছর বয়সে।

অভিজিৎ-দুফলো দম্পতির সঙ্গে নোবেল জেতা আরেক অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।