- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
‘বাচনিক’ পরিবেশনা ‘মানুষ জাগবে ফের’ ২ নভেম্বর
টরন্টোর আবৃত্তির দল বাচনিক এ বছর উদযাপন করতে যাচ্ছে তাদের ষষ্ঠ বর্ষপুর্তি। এ উপলক্ষে ‘মানুষ জাগবে ফের’ শ্লোগানকে উপজীব্য করে এক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
২ নভেম্বর, ব্লেসড কার্ডিনাল নিউম্যান ক্যাথেলিক হাই স্কুলে আয়াজনটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
বাচনিকর পক্ষ থেকে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র মেরী রাশেদীন।
তিনি সুখবরকে বলেন, “প্রতি বছরই বাংলা ভাষাভাষীদের মধ্যে একমাত্র দল হিসেবে টরন্টোতে শুধু কবিতা নিয়ে একটি অনুষ্ঠান করে থাকি। এ বছর কথাসাহিত্যিক আনিসুল হকের কবিতা মানুষ জাগবে ফের আয়োজনের প্রতিপাদ্য।”
“সারা পৃথিবীতেই সহিংসতা, অস্থিরতা বিরাজ করছে। আমরা সংস্কৃতিক কর্মিরা অহিংস, শান্তিপ্রিয়। তাই আশা জাগানিয়ার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় বাচনিক। সে জন্যই এবারের আয়োজনের প্রতিপাদ্য এই কবিতার শিরোনাম।” যোগ করেন তিনি।
মেরী রাশেদীন আরো জানান, আয়োজন থেকে কবি মাসুদ খান পাচ্ছেন ‘বাচনিক সম্মাননা-২০১৯’।
আয়োজন সম্পর্কে জানা গেছে, অনুষ্ঠানে বাচনিক’র সদস্যদের পরিবেশনায় থাকছে বৃন্দ ও একক উপস্থাপনা। এতে আবৃত্তি করবেন কাজী হেলাল, রাশেদা মুনির, সুমি রহমান, হোসেন আরা জেমী, কাজী আব্দুল বাসিত, আসমা হক, ফ্লোরা নাসরিন ইভা, মেরী রাশেদীন, ম্যাক আজাদ, ফারহানা আহমদ, অরুণা হায়দার, ইরা নাসরিন, সাবরিনা নূর।
এ ছাড়া কবিতার সাথে থাকছে নাচের দল সুকন্যার সদস্যদের পরিবেশনা। আরো থাকছে নতুন প্রজন্মের শিল্পী অনুভা জয়ী নাথ, সম্পূর্ণা সাহা, নাজিয়া হক, আনিয়া হক-এর পরিবেশনা। আয়োজনে যন্ত্রানুসঙ্গে থাকছেন তবলায় রনি পালমার, গিটারে অপূর্ব আজিম, কি-বোর্ডে আকিব আক্তার।
অনুষ্ঠানটি উপভোগ করা যাবে মাত্র ১০ ডলার দর্শনীর বিনিময়ে। টিকিট সংগ্রহ করা যাবে এটিএন মেগা স্টোর ও কানিজ বুটিক থেকে। যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে 416-841-4495 ও 647-701-0353 নম্বরে।