সচেতনতা তৈরি করতে ইউটিউবে ফাতেমীর ‘চুরি বিদ্যা’

By: রাশেদ শাওন ২০২০-০৫-০৪ ১:৫২:০৩ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ৮:৪৫:২৮ এএম তারকা
নকশীকাঁথা’র চুরিবিদ্যা গানের ব্যানার

জনসচেতনতা তৈরি করতে বাংলাদেশের ব্যান্ড নকশীকাঁথা তাদের জনপ্রিয় গান ‘চুরি বিদ্যা’র মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ করেছে।

চোর ও চুরিবিদ্যা সংক্রান্ত কিছু প্রবাদ নিয়ে ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমীর লেখা ও সুরে গানটি ৪ মে, ২০২০ তারিখে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। 

গানটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুটিং করা হয়েছে।

চুরি বিদ্যা গান সম্পর্কে নকশীকাঁথা ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমী বলেন, একটা চোর একবার চুরি করে যখন স্বচ্ছন্দ্যে পালিয়ে যায়, তখন বুঝতে পারে তার জন্য বাকি পথ সহজ হয়ে গেল। ব্যাস, ছিঁচকে চোর থেকে ধীরে ধীরে সে বড় চোর হয়ে ওঠে। বাংলাদেশের সব পেশাতেই কম-বেশি চৌর্যবৃত্তি চলছে। এ দেশের অনেক জনপ্রতিনিধি চাল, ডাল, গম চুরিকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, যা নিয়ে প্রতিনিয়ত হাস্যকৌতুক করেন সাধারণ মানুষ। একে চুরি বিদ্যাও বলা হয়ে থাকে। 

তিনি গানটি সম্পর্কে বলেন, ‘গত চার বছর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠিত আমাদের ব্যান্ডের সব কনসার্টে চুরি বিদ্যা গানটি গেয়েছি। সব খানেই এই গানের প্রশংসা পেয়েছি। আর দেশের ঠিক এখনকার বাস্তবতায় গানটি অনেক বেশি প্রাসঙ্গিক। তিনি বলেন, এই গান নকশীকাঁথার পরিচিতি বাড়িয়ে দিয়েছে।’

ফাতেমী বলেন, ‘গানটি ত্রাণ চুরি রোধে সচেতনতা সৃষ্টিতে ভুমিকা রাখতে পারে।’

গানটির অডিও সিডি প্রকাশিত হয় ২০১৬ সালে, লেজার ভিশন থেকে।