- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
ভার্চুয়াল কনসার্টে আমির শাহরুখদের পরিবেশনা
ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও নির্মাতা করন জোহর ও জয়া আখতার আয়োজিত ভার্চূয়াল কনসার্টে পারফর্ম করলেন আমির খান, শাহরুখ খান ও মাধুরী দীক্ষিতের মতো মেগা স্টাররা।
৩ মে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এই কনসার্ট শুরু হয়। ফেসবুকে লাইভে চার ঘণ্টা ব্যাপী এই অনুষ্ঠানে নিজ নিজ বাড়ি থেকে পারফর্ম করেন এই মেগাস্টাররা।
এই আয়োজনে বন্ধুর লেখা কবিতা পাঠ করে শোনান অভিনেতা অক্ষয় কুমার, স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে অভিনেতা আমির খান গেয়েছেন ‘আ চালকে তুঝে’ গান, টাইগার শ্রফ গেয়েছেন ‘তেহেন যা’ ও ‘রুপ তেরা দিওয়ানা’, জনপ্রিয় র্যাপার বাদশা ও লিসা মিশ্রা ‘তারেফা’ ও ‘গেন্দা ফুল’ গেয়েছেন, ছেলে আরিনের পিয়ানোর তালে এড শিরানের ‘পারফেক্ট’ গানটি গেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত, পিয়ানো বাজানোর সঙ্গে ‘তেরে জ্যায়সা ইয়ার কাহা’ গেয়েছেন হৃতিক রোশান, অভিনেত্রী আলিয়া ভাট গেয়েছে ‘এক কুড়ি’। বলিউড রোমান্স কিং শাহরুখ খানের কণ্ঠেও শোনা গেছে গান।
পাশাপাশি পারফর্ম করেছেন বিখ্যাত সারোদবাদক উস্তাদ আমজাদ আলী খান, কবিতা আবৃতি করেছেন জাভেদ আখতার, গুলজার, সেতার বাজিয়েছেন আনুশকা শঙ্কর, তবলা বাজিয়েছেন উস্তাদ জাকির হোসেন। কনসার্টে ছিলেন রক লিজেন্ড ম্যাক জ্যাগার।
এছাড়া ঐশ্বরিয়া রাই, অভিষেক বচ্চন, সাইফ আলী খান, কারিনা কাপুর, হৃতিক রোশান, আদিত্য রায় কাপুর, অজয়-অতুল, অনিল কাপুর, অঙ্কুর তিওয়ারি, আনুশকা শর্মা, আরিজিৎ সিং, অর্জুন কাপুর, আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকার, ব্রায়ান অ্যাডামস, দিয়া মির্জা, দিলজিৎ দুসাঞ্জ, ডিভাইন, ফারাহ খান, ফারহান আখতার, কপিল শর্মা, কার্তিক আরিয়ান, নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া, সুনিধি চৌহান, বরুণ ধাওয়ান, বিদ্যা বালান, বিরাট কোহলি কনসার্টে অংশ নিয়েছেন।
জানা গেছে, করোনাভাইরাস মোকাবিলায় অর্থ সংগ্রহ করতে ‘আই ফর ইন্ডিয়া’কনসার্টে তারকারা পারফর্ম করেন।
ভার্চুয়াল এই কনসার্ট থেকে সংগ্রহ হয়েছে ৩.২ কোটি রুপি। কনসার্টটি থেকে সংগৃহীত অর্থ গিভ ইন্ডিয়া পরিচালিত ফান্ডের মাধ্যমে সরাসরি চলে যাবে করোনাভাইরাসে আক্রান্তদের পরিবারের হাতে।