- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
মন্ট্রিয়েলে করোনা আতঙ্কে তিন্নি
বাংলাদেশের প্রাক্তন অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। বর্তমানে তিনি কানাডার মন্ট্রিয়েলের লাসাল শহরে মেয়ে ওয়ারিশাকে নিয়ে বসবাস করছেন।
জানা গেছে, তিন্নি এখন বাড়িতে বসবাস করছেন সেখানে সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি নিয়ে বেশ আতঙ্কে দিন কাটছে তার।
আরও জানা গেছে, দীর্ঘ দেড় মাস ধরে ঘরে আটকে আছেন এই অভিনেত্রী।
অন্যদিকে তিন্নির বাবা-মা বাংলাদেশে রয়েছেন। দেশে পরিবারের সদস্যদের নিয়েও দুঃচিন্তা করছেন।
তিন্নি জানান, তার তিন ফুপু থাকেন কানাডায়। বাবা-মা বাংলাদেশে। যদিও পরিবারের সদস্যদের সাথে প্রতিদিনই ফোনে কথা বলেন। কিন্তু বাবা-মার জন্য চিন্তা হয়।
তার দাদাবাড়ি নেত্রকোনায়। সেখানকার কাজিনরা, ঢাকায় বাবা-মা, কানাডার ফুপুরা মিলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা চ্যাট গ্রুপ খুলেছেন। সেখানে সবাই নিজেদের মধ্যে যোগাযোগ চালু রেখেছেন বলেও জানান তিন্নি।
২০১৬ সালের অক্টোবর মাসে কানাডার অভিবাসী হন তিন্নি। এখন তার মেয়ে ওয়ারিশার বয়স ১১ বছর। সে স্থানীয় কটি স্কুলের ক্লাস ফোরে পড়েছে।
তাকে দেখাশোনারে পাশাপাশি এখন কটি কল সেন্টারে চাকরি করেন তিন্নি।