- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
আরিয়ানার কোটি ডলারের মামলা
মার্কিন পপগায়িকা আরিয়ানা গ্রান্ডে ‘ফরএভার টুয়েন্টি ওয়ান’ ও ‘রাইলি রোজ ফ্যাশন’ ব্র্যান্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার দাবী, প্রতিষ্ঠান দুটি তাঁর নাম, খ্যাতি আর ইমেজ ক্ষুণ্ন করেছে।
প্রতিষ্ঠান দুটি অন্য মডেলকে আরিয়ানা গ্রান্ডের মতো সাজিয়ে নিজেদের পণ্যের বিজ্ঞাপনের ফটোশুট করেছে বলে অভিযোগ করেছে। শুধু তা-ই নয়, বছরের শুরুতে সেই ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও চালিয়েছে।
নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়েছে, মানহানির সেই মামলায় আরিয়ানা ‘ফরএভার টুয়েন্টি ওয়ান’-এর কাছে ১ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেন। ফলোয়ারের দিক থেকেও আরিয়ানা গ্রান্ডে ছাড়িয়ে গেছেন অনেক বড় তারকাকে। ইনস্টাগ্রামে ১৬ কোটি ৩০ লাখ মানুষ গ্র্যামিজয়ী এই শিল্পীকে ‘ফলো’ করেন। আর টুইটারে সেই সংখ্যা সাড়ে ৬ কোটি। ২৬ বছর বয়সী এই তারকার বিশালসংখ্যক ভক্তই ‘ফরএভার টুয়েন্টি ওয়ান’ আর ‘রাইলি রোজ’-এর ক্রেতা।
আরিয়ানা গ্রান্ডের অভিযোগ, দুটি প্রতিষ্ঠান মিলে তাঁর মতো চেহারার মডেলকে তাঁর মতো করে সাজিয়ে বিভিন্ন পণ্য পরিয়েছে। তারপর তার ছবি তুলেছে, ভিডিও করেছে। কমপক্ষে ৩০টি ছবি ও ভিডিও ব্যবহার করেছে সেই প্রচারণায়। এমনকি সেই অডিও আর ভিডিওর সঙ্গে আবার আরিয়ানার সম্প্রতি মুক্তি পাওয়া ‘সেভেন রিংস’ গানের অডিও ও লিরিক ব্যবহার করেছে। ওই অডিও আর ভিডিওগুলো ‘ভৌতিক’বলেছেন আরিয়ানা। আরিয়ানার আইনজীবী লস অ্যাঞ্জেলসের আদালতে মানহানি, কপিরাইট ও প্রচারণার অধিকার ভঙ্গের মামলা করেছেন।
এই মামলা নিয়ে ‘ফরএভার টুয়েন্টিওয়ান’-এর পক্ষ থেকে বলা হয়, ‘আমরা চলমান মামলা নিয়ে মন্তব্য করি না। আমরা আরিয়ানা গ্রান্ডের দারুণ ভক্ত। তাঁর লাইসেন্সিং কোম্পানির সঙ্গে আমরা গত দুই বছর কাজ করেছি। আশা করছি, এসব ভুল-বোঝাবুঝি কাটিয়ে আমরা একটা সমঝোতায় পৌঁছাব। আর ভবিষ্যতে একসঙ্গে কাজ করব।’
অন্যদিকে রাইলি রোজকে মঙ্গলবারে মেইল পাঠানো হলেও তারা কোনো উত্তর দেয়নি।
ফরএভার টুয়েন্টি ওয়ান প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালে। বিশ্বের ৫৭টি দেশে এর ৮১৫টি শাখা আছে। ‘ফোর্বস’ ম্যাগাজিন অনুসারে, তাঁদের সম্পত্তির পরিমাণ ১২ হাজার ৬৩৪ কোটি টাকা। এই দুই প্রতিষ্ঠানের মালিকের দুই মেয়ে লিন্ডা এবং অ্যাস্টার চ্যাং ২০১৭ সালে রাইলি রোজ প্রতিষ্ঠা করেন।