টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নারীরা

By: রাশেদ শাওন ২০১৯-০৯-০৫ ১২:১১:২১ পিএম আপডেট: ২০২৪-০৪-১৯ ১২:১৩:৩২ এএম ক্রিকেট
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডকে হারিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পাশাপাশি বিশ্বকাপের মূলপর্বে খেলাও নিশ্চিত করেছে সালমা খাতুনের দল।

স্কটল্যান্ডের ডান্ডিতে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা জিতেছে ৪ উইকেটে। আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড শেষ বলে অলআউট হওয়ার আগে করে ৮৫ রান। বাংলাদেশ সেটি পেরিয়ে যায় ৯ বল বাকি থাকতে।

লক্ষ্য তাড়ায় একটা সময় ৩০ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। এরপর ৩৭ বলে অপরাজিত ৩২ রানের দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে জয় উপহার দেন সানজিদা ইসলাম।

মুর্শিদা খাতুন ও আয়েশা রহমান উদ্বোধনী জুটিতে আসে ২১ রান। এরপরই ৪ রানের মধ্যে বাংলাদেশ হারায় ৩ উইকেট। খানিক বাদে স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৩০!

এরপর পঞ্চম উইকেটে রিতু মনিকে সঙ্গে নিয়ে ৩৮ রানের দারুণ এক জুটি গড়েন সানজিদা। রিতু ২৭ বলে ২ চারে ১৫ করে রান আউট হলে ভাঙে জুটি। পরের ওভারে রান আউটে কাটা পড়েন ফাহিমা খাতুনও। জাহানারা আলমকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যান সানজিদা। 

৩৭ বলে ৩ চারে ৩২ রানে অপরাজিত ছিলেন ম্যাচসেরা হওয়া সানজিদা। ৪ বলে একটি চারে ৬ রানে অপরাজিত ছিলেন জাহানারা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল আয়ারল্যান্ড। তবে অধিনায়ক লরা ডিল্যানি ও ইমেয়ার রিচার্ডসনের ২৫ রানের দুটি ইনিংস আইরিশদের এনে দেয় লড়াইয়ের পুঁজি।

চার ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ফাহিমা। জাহানারা, নাহিদা, সালমা ও রিতু নেন একটি করে উইকেট।

শনিবার হবে বাছাইপর্বের ফাইনাল। ফাইনালে ওঠা দুই দল জায়গা করে নেবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের মূলপর্বে। গত আসরে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।