বাচনিক লাইভে ‘আসাদ চৌধুরী: কবি ও কবিতা’

By: রাশেদ শাওন ২০২০-০৬-২০ ১০:৪০:২৯ এএম আপডেট: ২০২৪-১২-০৩ ১২:৩৩:০৪ পিএম কানাডা
বাচনিক লাইভে অতিথি হয়ে আসছেন কবি আসাদ চৌধুরী

প্রথিতযশা কবি আসাদ চৌধুরীকে অতিথি করে এবারে অনলাইন লাইভ করতে যাচ্ছে টরোন্টোর জনপ্রিয় আবৃত্তি সংগঠন ‘বাচনিক’। ২৭ জুন শনিবার কানাডার সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) লাইভটি সম্প্রচার হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বাচনিক’ পেজ হতে। 

‘আসাদ চৌধুরী: কবি ও কবিতা’ শিরোনামে আয়োজনটির পরিকল্পনা ও তত্ত্বাবধান করছেন ‘বাচনিক’ প্রতিষ্ঠাতা মেরী রাশেদীন।

অনুষ্ঠানটি প্রসঙ্গে মেরী তার ফেসবুক পোস্টে লিখেছেন, কবি নিজে তার কথা বলবেন তার কবিতা নিয়ে - এই তথ্য অনেক জরুরী । ভুল তথ্যের ভীড়ে কবির বাণী স্মরণীয় হয়ে থাকবে।

 

                                     বাচনিক  প্রতিষ্ঠাতা ও আবৃত্তি শিল্পী মেরী রাশেদীন

 

কি আয়োজন থাকছে ’লাইভ’ টিতে? এ বিষয়েও স্বচ্ছ ধারণা দিয়েছেন মেরী।

“আজকাল ফেইসবুক খুললেই ‘লাইভ’- এর সমাগম। বাচনিক ও করছে তবে অন্য আঙ্গিকে। সাধারণ লাইভ এর ভীড়ে শুধু সংখ্যায় হারিয়ে যেতে চাই না। আমরা চাই ভালো কিছু দিতে যা দর্শক শ্রোতা আলাদা করে জানবেন। অন্য ফেসবুক লাইভ থেকে আমাদের আগামী ২৭ জুন লাইভ হবে তেমনি একটি কালজয়ী কাজ যা এই প্রজন্ম এবগং আগামী প্রজন্ম অধিক কাল ব্যাপী সংরক্ষণে রাখতে পারবেন।” জানান তিনি।

বাচনিক ভক্ত ও সাধারণ দর্শক শ্রোতাদের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, “আশা করছি আমাদের সাথেই আছেন। একটি আলাদা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইলো।”

তিনি আরও বলেন, “আমাদের প্রিয় কবি আসাদ চৌধুরী'র উপস্থিতিতে তাঁর কবিতা ও কবিতার নেপথ্যের গল্প নিয়ে এই বিশেষ আয়োজনে বাচনিক-এর সাথে থাকুন।”

 

আয়োজনটির পোস্টারের নকশা করেছেন জামিল বিন খলিল।