- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
CERB-র মেয়াদ বাড়ালো আরও ২ মাস
জনগণকে পূণরায় কাজে ফেরার জন্যে উৎসাহিত করার পাশাপাশি কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট (সিইআরবি) আরও দুই মাসের জন্যে বাড়ানোর কথা জানিয়েছেন প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো।
কোভিড-১৯ এর মহামারিতে যারা কাজ হারিয়েছেন তাদের মাসিক ২ হাজার ডলার (ট্যাক্সেবল পেমেন্ট) অর্থ সহায়ত দিয়ে আসছে সরকার।
প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো আজকে তার নিয়মিত সংবাদ সম্মেলন থেকে অর্থসহায়তা দেওয়ার সময় আরও আট সপ্তাহ বাড়ানোর কথা ঘোষণা করে জানান, যেসব প্রভিন্স ও টেরিটোরির অর্থনীতি পর্যায়ক্রমে খোলার প্রক্রিয়ায় রয়েছে সেসব এলাকার লোকেরা এই সহায়তা পাবেন।
“বাস্তবতা হল তিন মিলিয়ন লোক কাজ খুঁজছেন। যদিও আমাদের অর্থনীতি আবারও চালু হচ্ছে, তবুও অনেক লোক কাজ করতে পারছেন না। তারা কাজ করতে চাইলেও সে তুলনায় কাজের সংখ্যা অপ্রতুল।” তিনি বলেন।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আরও বলেছেন, “এখনও যেসব প্রভিন্স এবং টেরিটোরিতে ধীর গতিতে অর্থনীতি স্বাভাবিক হওয়ার কারণে লোকেরা দ্রুত কাজে ফিরতে পারছেন না সেসব এলাকার লোকদের জন্যে সিইআরবি আরও দু'মাস বাড়ানো হবে।”
কর্মসংস্থান মন্ত্রী কার্লা কোয়ালথ্রু বলেছেন, “নতুন পর্বে সিইআরবি’র আবেদন করার জন্যে একটি সত্যায়নে স্বাক্ষর করতে হবে যেন তারা কাজের সন্ধান করতে এবং সরকারের জব ব্যাংকের সাথে পরামর্শ করতে পারে।”
“যদিও সিইআরবি মিলিয়ন মিলিয়ন কানাডিয়ানকে কঠিন সময় পার করতে সহায়তা করছে, তারপরও আমরা জানি এই সুবিধা দীর্ঘমেয়াদী সমাধান নয়,” তিনি বলেন।
“আমরা মহামারীর সময় সবাইকে ঘরে থাকার জন্য বলছিলাম। এখন পরিস্থিতির উন্নয়ন হয়েছে। যদি লোকে কর্মক্ষেত্রকে নিরাপদ মনে করে এবং তাদের পক্ষে কাজে ফেরা সমম্ভব হয়, তাহলে এখন আবার কাজে ফেরার সময় এসেছে।” তিনি বলেন।