CERB-র মেয়াদ বাড়ানোর পরিকল্পনা সরকারের, বিস্তারিত এ সপ্তাহেই

By: সুখবর ডেস্ক ২০২০-০৬-১৫ ৪:২১:১০ পিএম আপডেট: ২০২৪-১২-০৩ ১২:০৯:৩৭ পিএম কানাডা
প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো

এখনও অনেকেই কাভিড-১৯ মহামারীতে মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে পরছেন না এখনই। অনেকেই বেকার, ঘরে বসে আছেন। এ দিকে সরকারের দেওয়া সুবিধা  Canada Emergency Response Benefit (CERB)-র জন্যে আবেদন করতে পারবেন না আর ১.২ ‍মিলিয়ন কানাডিয়ান। এ নিয়ে অনেকেই উৎকণ্ঠায় ছিলেন। সেই উৎকণ্ঠার খবর পৌছে গেছে কানাডার প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডোর কান অব্দি। আর তাতেই তাঁর ইতিবাচক প্রতিক্রিয়া জানা গেছে। 

কোভিড-১৯ এর ফলে সৃষ্ট মহামারীতে সাধারণ জনগণের জন্যে কানাডা সরকারের দেওয়া প্রণোদনা ‘সিইআরবি’ দেওয়া ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। 

কানাডায় কোভিড-১৯ এর সংক্রমনের হালনাগাদ বিষয়ক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো।

প্রধান মন্ত্রী এর কারণ ব্যাখ্যা করে জানান, কিছু মানুষের এখনও ‘সিইআরবি’র মতো মাসিক প্রণোদনার প্রয়োজন রয়েছে। 

তিনি বিষয়টি নিয়ে আরও জানান, এখনও যে সকল কানাডিয়ান তাদের কাজে ফিরতে পারেননি তাদের জন্যে সিইআরবি-এর সহযোগীতার সময় বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

১৫ জুন সোমবার সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো বলেন, অনেক কানাডিয়ান কোভিড-১৯ মহামারীর পরে স্বাভাবিক জীবনযাপন থেকে এখনও দূরে রয়েছেন। 

তিনি বলেন, “গত কয়েক সপ্তাহ ধরেই সাধারণ লোকেরা এ বিষয়ে জানতে অনুসন্ধানী হয়েছেন।’

তিনি আরও বলেন, “আমরা আরও জানি যে এখনও অনেক কানাডিয়ান লড়াই করছেন।”

তিনি স্বীকার করেছেন, এই মুহুর্তে যারা চাকরি খুঁজছেন তাদের অনেকেই ভাবছেন যে, সিইআরবি সুবিধা বন্ধ হয়ে গেলে তাদের জীবনমান ব্যহত হতে পারে।

“সুতরাং এখনও যারা কাজে ফিরেতে পারেননি তাদের বিষয়ে আমরা এটি সমাধানের পথ খুঁজে বের করতে কাজ করছি,” ট্রুডো নিশ্চিত করেছেন।

যদিও প্রধানমন্ত্রীর বক্তব্যে এর চেয়ে বেশি কিছু ছিল না। তবে তিনি উল্লেখ করেছেন, এ বিষয়ে আরও বিশদ ধারণা পাওয়া যাবে এই সপ্তাহের শেষ নাগাদ।

তিনি বলেন, “আজকের দিনে আমি জানতে চাই যে আমরা আপনার এবং আপনার পরিবারের পক্ষে থাকব।”

 

 

বর্তমানে কেবলমাত্র সর্বোচ্চ ১৬ সপ্তাহের জন্য সিইআরবি সুবিধার জন্যে আবেদন করা যাচ্ছে। এর অর্থ হল যারা মার্চের মাঝামাঝি থেকে অর্থ দাবি করে আসছেন তারা এর পরের মাস থেকে এই সুবিধা আর পাবেন না।  

এর আগে কানাডার কোভিড -১৯ পরিস্থিতি উন্নতির দিকে থাকার পরও এনডিপি নেতা জগমিত সিং ট্রুডোর প্রতি আহ্বান জানিয়েছিলেন, যাদের জীবন এখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেননি তাদের জন্য সুবিধা বাড়িয়ে দিন।

৯ জুন প্রধানমন্ত্রীকে সম্বোধন করে সিং বলেছিলেন যে “পরিবারগুলি এখনও সংকটের মধ্যে রয়েছে।”