আইফোন টুয়েলভ আসছে ১৩ অক্টোবর!

By: সুখবর ডেস্ক ২০২০-১০-০৮ ২:৩৫:৩২ পিএম আপডেট: ২০২৩-০৬-০১ ১১:৪৪:৩৬ এএম বিজ্ঞান ও প্রযুক্তি

‘হাই স্পিড’ স্লোগান নিয়ে আগামী ১৩ অক্টোবর ভার্চুয়াল ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে অ্যাপল। জোড় গুঞ্জন রয়েছে, এই ইভেন্টেই অ্যাপল তাদের নতুন আইফোন ১২ সিরিজ উন্মোচন করতে পারে।
 
এ বছর মোট ৪টি আইফোন আনতে পারে অ্যাপল: আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ম্যাক্স প্রো। প্রতিটি ফোনেই থাকবে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট। এর মধ্যে আইফোন ১২ মিনি হবে ৫.৪ ইঞ্চি স্ক্রিনের, আইফোন ১২ এবং ১২ প্রো হবে ৬.১ ইঞ্চি স্ক্রিনের এবং আইফোন ১২ ম্যাক্স প্রো হবে ৬.৭ ইঞ্চি স্ক্রিনের।

আইফোন ১২ ও আইফোন ১২ ম্যাক্সে ডুয়েল ক্যামেরা সেটআপ ও অন্য দুটি মডেলে তিন ক্যামেরা সেটআপ থাকবে। অ্যাপলের নতুন পণ্য উন্মোচনের অনুষ্ঠানটি অ্যাপলের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি উপভোগ করা যাবে।

প্রতিবছরের সেপ্টেম্বর মাসে নতুন আইফোন উন্মোচন করে থাকে অ্যাপল। ২০১২ সাল থেকে শুরু করে কখনোই এর ব্যতিক্রম ঘটেনি। তবে করোনা অতিমারির কারণে এ বছর অ্যাপলপ্রেমীদের উৎসবের মাস সেপ্টেম্বরে নতুন আইফোনের ঘোষণা আসেনি। ফলে কবে আসবে তা জানতে ভীষণ উৎসুক ছিলেন ভক্তরা।