- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
দৃষ্টিহীন শিশুরা শিখবে ‘লেগো’র ব্লক দিয়ে
বিশ্বে প্রায় ১৪ লক্ষ শিশু দৃষ্টিহীনতা বা স্বল্পদৃষ্টিজনিত অসুবিধার শিকার! স্বাভাবিক ভাবেই এই সব শিশুদের জীবনও যাতে আনন্দে পরিপূর্ণ হয়, যাতে আর পাঁচটি শিশুর মতো তাদের শৈশবও থাকে খেলার সুখস্মৃতিতে ভরা, সে লক্ষ্যে এক অভিনব ব্যবস্থা করেছে লেগো। বিশ্বের প্রথম সারির এই খেলনা প্রস্তুতকারক সংস্থা নিয়ে এসেছে এমন এক ব্লক সেট যার মাধ্যমে শিশুরা খেলতে খেলতেই ব্রেইল পদ্ধতি শিখে নিতে পারবে।
দৃষ্টিশক্তির সমস্যার কবলে পড়া মানুষদের জন্য আবিষ্কার করা হয়েছিল এই ব্রেইল পদ্ধতি। এই পদ্ধতিতে সন্নিবেশিত ছোট ছোট ফুটকিতে আঙুল বুলিয়ে অক্ষর চিনতে শেখেন দৃষ্টিহীনরা। একইভাবে এই পদ্ধতির সাহায্যে চলতে থাকে তাদের পঠনপাঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি।
বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা, যারা দৃষ্টিহীন এবং স্বল্পদৃষ্টিজনিত মানুষদের নিয়ে কাজ করছেন, তাদের সঙ্গে একত্রে কাজ করছে ‘লেগো’, বিশেষ ধরনের এই ব্লক সেট তৈরি করেছে তারা। এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মধ্যে বিশেষ করে এ কাজে লেগোকে সাহায্য করেছে রয়্যাল ন্যাশনাল ইন্সটিটিউট অফ ব্লাইন্ড পিপল এবং লিওনার্ড চেশায়ার। দৃষ্টিশক্তির সমস্যার সঙ্গে যুদ্ধ করে চলেছে, এমন বেশ কিছু শিশুদের স্কুলে এর মধ্যেই লেগোর এই ব্লক সেটের প্রচার করা হয়েছে। দেখা গিয়েছে, শিশুদের কোনও অসুবিধা হচ্ছে না খেলতে এবং শিখতে।
লেগোর এই বিশেষ ধরনের ব্লক সেটের উপরে রয়েছে ব্রেইলের ফুটকি। ফলে, ব্লকগুলো ঠিক ভাবে সাজাতে পারলেই ব্রেইল শিক্ষাপদ্ধতি আয়ত্ত করতে পারবে শিশুরা।
অবশ্য শুধু দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে এমন শিশুই নয়, স্বাভাবিক শিশুরাও উপভোগ করতে পারবে লেগোর এই ব্লক সেট- এমনটাই দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। সে কারণে তাদের কথা মাথায় রেখে ব্লকের মাথায় নানা লেখা আর ছবিও আছে। যাতে ইচ্ছা করলেই তারা দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে এমন বন্ধুকে সাহায্য করতে পারে!