বঙ্গবন্ধুর ছেলেবেলা নিয়ে তৈরি হচ্ছে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’

By: সুখবর ডেস্ক ২০২০-০৭-১৩ ১০:৫৭:৪৯ এএম আপডেট: ২০২৩-০৬-০১ ১১:২২:৩২ এএম সিনেমা
অনলাইন থেকে সংগৃহীত ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কৈশরকাল নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামে সিনেমাটি তৈরি করছেন গুণি নির্মাতা মুশফিকুর রহমান গুলজার।


গুলজার এ প্রসঙ্গে মিডিয়াকে জানিয়েছেন, সিনেমাটিতে জাতির পিতার শৈশব ও কৈশোরকে তুলে ধরা হবে। মূলত রাজনীতিতে আসার আগের গল্পই এই ছবির প্রেক্ষাপট।


সিনেমাটিতে কে কে অভিনয় করবেন তা এখনই জানাতে নারাজ নির্মাতা। তবে শুটিং প্রসঙ্গে এ নির্মাতা বলেন, “করোনা আর বর্ষার কারণে এখনই দৃশ্যধারণ শুরু করতে পারছি না। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ঈদুল আজহার পর শুটিং শুরু করবো।”


চলতি অর্থ বছরে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমাটি ৭০ লাখ টাকা অনুদান পেয়েছে। এছাড়া চলতি বছরে আরো ১৫টি সিনেমা অনুদান পেয়েছে।