সিপিজে সম্মাননা পাচ্ছেন আলোকচিত্রী শহিদুল আলম

By: সুখবর ডেস্ক ২০২০-০৭-১৩ ৮:৪৬:৪১ পিএম আপডেট: ২০২৪-১২-২১ ১০:৪৩:২৯ এএম আন্তর্জাতিক
আলোকচিত্রী শহিদুল আলম’র ফেসবুক থেকে নেওয়া ছবি।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম। ইন্টারন্যাশনাল প্রেস ফি্রডম অ্যাওয়ার্ডের জন্য তাঁকে মনোনীত করা হয়েছে।

 

তাঁর ছাড়া আরও তিনজনকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। পিজের ওয়েবসাইটে সোমবার চলতি বছরের অ্যাওয়ার্ডের জন্য এই চারজনকে মনোনীত করার কথা জানানো হয়। 

 

সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের মানবাধিকার নিয়ে কাজ করা নিউইয়র্কভিত্তিক সংগঠন সিপিজে প্রতি বছর এই অ্যাওয়ার্ড দিয়ে থাকে।

 

শহীদুল আলম ছাড়া অ্যাওয়ার্ডের জন্য মনোনীতরা হলেন ইরানের মো মোসায়েদ, নাইজেরিয়ার দাপো ওলোরুনিওমাই ও রাশিয়ার স্ভেতলানা প্রোকোপিভা। 

 

সিপিজে এ বছর গোয়েন 'আইফিল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডের' জন্য মনোনীত করেছে আইনজীবী আমাল ক্লুনিকে। 

 

শহিদুল আলম সম্পর্কে সিপিজে বলেছে, তিনি ফটোসাংবাদিক, ভাষ্যকার এবং বাংলাদেশের মাল্টিমিডিয়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান পাঠশালা মিডিয়া ইনস্টিটিউট এবং দৃক ফটো লাইব্রেরির প্রতিষ্ঠাতা। ২০১৮ সালের আগস্টে ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। তিনি ১০২ দিন জেল খাটেন। ২০১৮ সালের নভেম্বরে মুক্তির পর তিনি জানান, আটক অবস্থায় তিনি মারধরের শিকার হয়েছেন।
 

পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে আগামী ১৯ নভেম্বর। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্যাট্রিক গ্যাসপার্ড এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বিখ্যাত ব্রডকাস্ট জার্নালিস্ট লেস্টার হোল্ট এ অনুষ্ঠানের আয়োজক।


কোভিড–১৯ এর কারণে স্বাস্থ্য ও নিরাপত্তার বিধিনিষেধ রয়েছে। তাই এ বছরের অনুষ্ঠানটি আয়োজিত হবে ভার্চুয়াল মঞ্চ থেকে। এতে থাকবে ভিডিও প্রোফাইল, স্বাধীন সাংবাদিকতা বিষয়ক প্রতিবেদন, পুরস্কার প্রদান এবং পুরস্কারপ্রাপ্তদের বক্তৃতা। সারাবিশ্বের মানুষ এই অনুষ্ঠান দেখতে পাবেন।

 

তথ্যসূত্র: শহিদুল আলমের ফেসবুক ও সিপিজে ডট অর্গ।