ফিফা বিশ্বকাপ-২০২২’র সূচী চূড়ান্ত, উদ্বোধনী ম্যাচ ২১ নভেম্বর

By: সুখবর ডেস্ক ২০২০-০৭-১৫ ৯:১০:০৮ এএম আপডেট: ২০২৪-০৪-২৬ ৭:৩৫:০৩ এএম খেলাধুলা
অনলাইন থেকে সংগৃহীত ছবি

চূড়ান্ত হয়েছে ফিফা বিশ্বকাপ-২০২২’র সময় সূচী। ফুটবল বিশ্বকাপের ২২তম আসরটি বসছে কাতারে। ২০২২ সালের ২১ নভেম্বর হবে এর উদ্বোধনী ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। 

 

যৌথবিবৃতিতে ফিফা ও আয়োজক কাতারের সুপ্রিম কমিটি জানিয়েছে, স্বাগতিকদের সঙ্গে এ গ্রুপের আরেক দলের ম্যাচ দিয়ে আল-বাইত স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ।  গ্রুপ পর্ব চলবে ১২ দিন, প্রতিদিন চারটি করে ম্যাচ থাকবে। কাতারজুড়ে আটটি স্টেডিয়ামে হবে ম্যাচ।

 

গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে তিন ঘণ্টা বিরতিতে। ভেন্যুগুলোর মধ্যে দূরত্ব আর ম্যাচের মধ্যের বিরতি হিসাব করে বিশ্লেষকরা বলছেন, একজন দর্শক চাইলে একটি ম্যাচ শেষ করে আরেক ভেন্যুতে অন্য ম্যাচও দেখতে পারবেন! দিনের প্রথম ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর একটায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা)। আর শেষ ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টায়)।

 

গ্রুপ পর্ব থেকে টুর্নামেন্ট যাবে শেষ ষোলোতে, সেখানে প্রতিদিন দুটি করে ম্যাচ থাকবে। শেষ ষোলো শেষে দুদিনের বিরতি। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ শেষ হবে দুদিনে, এখানেও দিনে দুটি করে ম্যাচ। কোয়ার্টার ফাইনাল শেষে দুদিনের বিরতি। সেমিফাইনালে দিনে একটি করে ম্যাচ। ১৪ ডিসেম্বর সেমিফাইনালের পর দুদিনের বিরতি শেষে ১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, তার পরের দিন ফাইনাল।

 

মধ্যপ্রাচ্যে এবারই প্রথম ফিফা বিশ্বকাপ হচ্ছে। বছরের এই সময়ে, অর্থাৎ নভেম্বর-ডিসেম্বরে হতে যাওয়া প্রথম বিশ্বকাপও এটি। ৩২ দলের টুর্নামেন্টের বাছাইপর্বই অবশ্য এখনো পুরোপুরি শুরু হয়নি। এশিয়া ও আফ্রিকায় শুরু হয়েছে, কিন্তু মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু হয়নি। ইউরোপ ও ওশেনিয়া অঞ্চলেও বাছাইপর্বের একটি ম্যাচও হয়নি। আয়োজকেরা জানিয়েছেন, ২০২২ সালের মার্চে বাছাইপর্বের সব ম্যাচ শেষ হলে এরপর বিশ্বকাপের মূল পর্বের ড্র অনুষ্ঠিত হবে।