অনলাইনে হামাগুড়ি প্রতিযোগিতায় দ্রুততম শিশু অলিভিয়া

By: সুখবর ডেস্ক ২০২০-০৬-০৩ ৮:১০:৩৮ পিএম আপডেট: ২০২৪-১১-২৩ ৬:০৫:৪৮ এএম আন্তর্জাতিক
গতবছরের প্রতিযোগিতার ছবি

ইউরোপের দেশ লিথুয়ানিয়ায় নয় মাস বয়সি অলিভিয়া হামাগুড়ি দিয়ে ১৩ সেকেন্ডে পাঁচ মিটার পথ পাড়ি দিয়ে এবার দেশটির দ্রুততম শিশুর খেতাব জিতে নিয়েছে৷

ছয় মাস থেকে একবছর বয়সি মোট ১৩টি শিশু এবার নিজেদের বাসায় থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছে৷ 

ঘুম পাওয়ায় ১৪তম শিশুটির অংশ নেয়া সম্ভব হয়নি বলে জানা গেছে। 

এত কমবয়সি শিশুরা কীভাবে প্রতিযোগিতায় অংশ নিলো? এর উত্তরে অলিভিয়ার মা আনা জানান, ‘‘অলিভিয়াতো আর বুঝতে পারেনি যে, এটা একটা প্রতিযোগিতা৷ আমরা শুধু পাঁচ মিটার দূরত্বের শেষে আমাদের পোষাপ্রাণীর খাবার পাত্রটি রেখে দিয়েছিলাম, যা ওর (অলিভিয়া) সবচেয়ে প্রিয়৷ ওর খেলনার দরকার নেই৷’’ 

অন্য বাচ্চাদের ক্ষেত্রে প্রিয় খেলনা, মায়ের আদর কিংবা খোলা ডিশওয়াশারের লোভ দেখানোর চেষ্টা করা হয়েছে৷

শিশুদের এই বার্ষিক প্রতিযোগিতার আয়োজক রাইতাস ভিলনিয়ুস বাস্কেটবল ক্লাবের মার্কেটিং প্রধান লরেতা স্টাকাউসকাইতে বলছেন, ‘‘আমরা প্রতিবছর বাস্কেটবল ম্যাচের বিরতিতে দর্শকদের বিনোদন দিতে এর আয়োজন করে থাকি৷ কিন্তু এবার করোনা মহামারির কারণে ম্য্যাচ বাতিল করতে হয়েছে৷ তবে ক্ষুদে সমর্থকদের হতাশ না করতে এবার অনলাইনে তার আয়োজন করেছি৷’’