কবিতা: আমার আমি’র আবিষ্কার

By: মাকসুদা আখতার প্রিয়তী ২০২০-০৬-০২ ৪:৫৯:৩৪ এএম আপডেট: ২০২৪-০৩-২৯ ৭:১১:৩০ এএম সাহিত্য
মডেল, লেখিকা মাকসুদা আখতার প্রিয়তীর ফেসবুকে থেকে নেওয়া ছবি

আমি যখন শিশুদের সাথে খেলায় মেতে থাকি,
তখন আমি একজন নাবালিকা ।

আমি যখন সন্তানদের আস্থা- প্রতিরক্ষার রণতরী,
তখন আমি মমতাময়ী মা, বটবৃক্ষ বাবা।

আমি যখন অভিভাবকের তখতে,
তখন আমি ন্যায় বিচারক, পথপ্রদর্শক।

আমি যখন বৈমানিক
তখন আমি আকাশযানের অধিনায়ক,
দিক নির্দেশক, যোগাযোগ স্থাপনকারী।

আমি যখন উপাধ্যায়
তখন আমি নিবদ্ধ, শানিত, বোদ্ধা।

আমি যখন কোন রাজনৈতিক সভা-সূচীতে
তখন আমি তীক্ষ্ণ, বিচক্ষন, দূরদর্শী।

আমি যখন অভিনেত্রী
তখন আমি চিত্তবিনোদনার্থের ব্যবসাদার।

আমি যখন মডেল
তখন আমি আবেদনময়ী, স্বপ্নময়ী।

আমি যখন প্রেমিকা
তখন আমি প্রেমিকের পাঁজরের নীচে থাকা নতজানু হৃদয়।

আমি যখন সুস্বাস্থ্যের দেহ গঠন-কাঠামো কিংবা চামড়া প্রদর্শনকারী
তখন আমি চরম আত্মবিশ্বাসী, উদ্দীপন সঞ্চয়কারী।

আমি যখন বিশ্বসুন্দরীর মুকুট জয়ীতা
তখন আমি হাজারো নারীর অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু,
নবস্বপ্ন বোনার অসমসাহস ।

আমি যখন নেচে উঠি
তখন আমি হাজারো ভ্রমরের একমাত্র রানী,
আনন্দগুলো ভ্রমর হয়ে মধু সঞ্চয় করে।

আমি যখন দুর্দমনীয়, চঞ্চল, মুক্ত
তখন আমি নিজ রচনার স্ব-রচয়িতা ,
নিজের মোহর স্বয়ং সীল-গালা লাগাই।

আমি যখন ভেদ্য
তখন আমি দুর্গার চেয়ে শক্তিশালী, অপার্থিব।

আমি আমাকে রূপান্তরিত করি, সংস্করন করি,
কালে, ভেদে, স্থানে, পেশায়, বেশ-ভুষে।

আমি শুধুই একজন সাধারণ নারী, সম্মলিত কন্ঠস্বর;
আমি হাজারো প্রিয়তীর এক ক্ষুদ্র কণা।