নিলামে উঠছে মুশফিকুরের ব্যাট, মোমেন মুন্নার জার্সিও

By: রাশেদ শাওন ২০২০-০৫-০৮ ২:৫৭:৪৭ পিএম আপডেট: ২০২৪-১১-২১ ৪:৪৩:৪৪ এএম খেলাধুলা
ব্যাট হাতে ক্রিকেটার মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম ২০১৩ সালের মার্চে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন যে ব্যাট দিয়ে সেটি নিলামে উঠছে। একই দিন নিলামে উঠছে বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মোনেম মুন্নার জার্সিও।

জানা গেছে, শনিবার রাত ১০টায় মুশফিকের ব্যাট নিলামে উঠছে 'স্পোর্টস ফর লাইফে'র ফেসবুক পেজে। একই সাথে 'স্পোর্টস ফর লাইফ' নিলামে তুলছে যুব বিশ্বকাপজয়ী আকবর আলীর জার্সি ও গ্লাভস। এই নিলামে থাকছে মোহাম্মদ নাঈমের ভারতের বিপক্ষে ৮১ রান করা ব্যাট আর মোসাদ্দেক হোসেনের ২০১৯ সালে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে অপরাজিত ৫২ রান করে ফাইনাল জেতানো ব্যাটও।

নিলাম নিয়ে ভক্তদের প্রতি মুশফিকের অনুরোধ, 'সবার প্রতি আমার অনুরোধ, শুধু আমার ব্যাট হিসেবে না, সবাই যেন ভাবে এটা অনেক বড় ব্যাটসম্যানের ব্যাট; যাতে অনেক টাকা দিয়ে কিনতে পারে। টাকাটা করোনায় ক্ষতিগ্রস্থদের পেছনে ব্যয় হবে।'

এর আগে ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত সাকিবের ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছিল।

একই নিলামে উঠছে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মোনেম মুন্নার জার্সিও। ১৯৮৯ সালে ঢাকায় প্রেসিডেন্ট গোল্ডকাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ লাল দলে মুন্নার '২' নম্বর জার্সিটা নিলামে তোলা হচ্ছে। 'অকশন ফোর অ্যাকশনের' ফেসবুক পেজে রাত সাড়ে দশটায় শুরু হবে মুন্নার নিলাম। জার্সির ভিত্তিমূল্য ২ লাখ টাকা।