৫০ বছর পর রজার্স কাপের সেমিফাইনালে কানাডিয়ান নারী

By: রাশেদ শাওন ২০১৯-০৮-১০ ৯:২২:৫৪ পিএম আপডেট: ২০২৪-১২-২১ ১১:১০:৪৫ পিএম খেলাধুলা
কানাডিয়ান টেনিস তারকা অ্যান্ড্রিস্কু
কানাডিয়ান টেনিস তারকা অ্যান্ড্রিস্কু
কানাডিয়ান টেনিস তারকা অ্যান্ড্রিস্কু

৫০ বছরের মধ্যে প্রথম কানাডিয়ান নারী হিসেবে রজার্স কাপের সেমিফাইনালে ওঠেছেন অ্যান্ড্রিস্কু। এ ১৯ বছর বয়সি তারকা, তৃতীয় বাছাই কারোলিনা প্লিসকোভাকে হারিয়েছেন। 

ম্যাচ চলাকালে তিনি আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলায় ফেরেন। এবং দাপটের সাথে প্রতিপক্ষকে হারান।

ফলে ১৯৬৯ সালের পর প্রথম নারী হিসেবে অ্যান্ড্রিস্কু রজার্স কাপের সেমিফাইনালে ওঠেছেন।

তিনি প্রতিপক্ষকে ৬-০, ২-৬, ৬-৪ সেটে হারান। শুক্রবার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আভিভা সেন্টারে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলা শেষে প্রতিক্রিয়ায় অ্যান্ড্রিস্কু জানান, চোট থেকে ফেরার পর তৃতীয় সেটের আগে তিনি নিজেকে বলেন, ‘দাপট দেখাও নইলে বাড়ি ফিরে যাও’। 

মে মাসে ফ্রেঞ্চ ওপেনের পর অ্যান্ড্রিস্কু তার প্রথম টুর্নামেন্টে খেলছেন।

ডান কাঁধের ইনজুরির কারণে তিনি কয়েক মাস ধরে খেলার বাইরে ছিলেন।

শনিবার ডাব্লিউটিএ ইভেন্টের সেমিফাইনালে আমেরিকান সোফিয়া কেনিনের মুখোমুখি হবে অ্যান্ড্রিস্কু।