পরীমনির ভিন্ন রকম ঈদ

By: রাশেদ শাওন ২০১৯-০৮-১২ ১১:১১:১৪ পিএম আপডেট: ২০২৪-১২-২১ ১১:৫৫:২৮ এএম তারকা
পরীমনি
গরুর ট্রাকে পরীমনি
মাংস বিতরণ করেছেন পরীমনি
মাংস বিতরণ করেছেন পরীমনি
মাংস বিতরণ করেছেন পরীমনি
মাংস বিতরণ করেছেন পরীমনি
মাংস বিতরণ করেছেন পরীমনি
মাংস বিতরণ করেছেন পরীমনি
চিত্রনায়িকা পরীমনি। ছবি: পরীমনির ফেসবুক পেজ থেকে নেওয়া।

গত বছরের মতো এ বার ঈদেও প্রিয় কর্মস্থল বিএফডিসিতে কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

এই চিত্রনায়িকা  নিজে উপস্থিত থেকে শিল্পীদের মধ্যে মাংস বিতরণ করেছেন। পরীমনির এমন ঈদ উদযাপনে খুশি অবহেলিত তার সহকারী শিল্পীরাও।

এ প্রসঙ্গে পরী জানান, ‘আমি জানতাম না চলচ্চিত্রের অনেক কলাকুশলী এভাবে মানবেতর জীবন-যাপন করেন। জানার পর সিদ্ধান্ত পরিবর্তন করে এফডিসিতে কোরবানি দিই।’

যারা কোরবানি দিতে পারেননি, তাদের জন্যই এই উদ্যোগ।

তিনি আরও জানান, ‘এফডিসিও আমার একটা পরিবার। এই পরিবারে সবার সঙ্গে কোরবানি দিতে পেরে ভালো লাগছে। কাজটি করে আনন্দ পেয়েছি। যতদিন বেঁচে থাকব এফডিসিতে কোরবানি দিব।’

এক সময় শিল্পী কলাকুশলীরা ব্যস্ত সময় পার করেছেন। তখন কাজের অভাব ছিল না। বর্তমানে চলচ্চিত্রের কাজ কম থাকায় অনেক শিল্পী বেকার। তাই অভাবটা যেন একটু বেশিই চোখে পড়ে। চলচ্চিত্র জগৎ ভালোবেসে এ অঙ্গনের সঙ্গে নিজেদের জড়িয়েছেন তারা। তাই অন্য কাজ না করে সিনেমার কাজের সন্ধানে প্রতিদিন এফডিসিতে এসে বসে থাকেন। যাদের ‘নুন আনতে পান্তা ফুরায়’ তাদের কাছে পশু কোরবানি দেয়া অনেকটা স্বপ্নের মতো। পরীমনি এফডিসিতে কোরবানি দিয়ে দুস্থ শিল্পীদের সেই স্বপ্নটাও যেন পূরণ করছেন।