- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
পরীমনির ভিন্ন রকম ঈদ
গত বছরের মতো এ বার ঈদেও প্রিয় কর্মস্থল বিএফডিসিতে কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
এই চিত্রনায়িকা নিজে উপস্থিত থেকে শিল্পীদের মধ্যে মাংস বিতরণ করেছেন। পরীমনির এমন ঈদ উদযাপনে খুশি অবহেলিত তার সহকারী শিল্পীরাও।
এ প্রসঙ্গে পরী জানান, ‘আমি জানতাম না চলচ্চিত্রের অনেক কলাকুশলী এভাবে মানবেতর জীবন-যাপন করেন। জানার পর সিদ্ধান্ত পরিবর্তন করে এফডিসিতে কোরবানি দিই।’
যারা কোরবানি দিতে পারেননি, তাদের জন্যই এই উদ্যোগ।
তিনি আরও জানান, ‘এফডিসিও আমার একটা পরিবার। এই পরিবারে সবার সঙ্গে কোরবানি দিতে পেরে ভালো লাগছে। কাজটি করে আনন্দ পেয়েছি। যতদিন বেঁচে থাকব এফডিসিতে কোরবানি দিব।’
এক সময় শিল্পী কলাকুশলীরা ব্যস্ত সময় পার করেছেন। তখন কাজের অভাব ছিল না। বর্তমানে চলচ্চিত্রের কাজ কম থাকায় অনেক শিল্পী বেকার। তাই অভাবটা যেন একটু বেশিই চোখে পড়ে। চলচ্চিত্র জগৎ ভালোবেসে এ অঙ্গনের সঙ্গে নিজেদের জড়িয়েছেন তারা। তাই অন্য কাজ না করে সিনেমার কাজের সন্ধানে প্রতিদিন এফডিসিতে এসে বসে থাকেন। যাদের ‘নুন আনতে পান্তা ফুরায়’ তাদের কাছে পশু কোরবানি দেয়া অনেকটা স্বপ্নের মতো। পরীমনি এফডিসিতে কোরবানি দিয়ে দুস্থ শিল্পীদের সেই স্বপ্নটাও যেন পূরণ করছেন।