আবিষ্কৃত হল শব্দ-বর্ধক ফেসমাস্ক

By: সুখবর ২০২০-০৯-১৭ ৭:৪৩:৫৪ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ৯:০৬:১৫ এএম সাতসতেরো
এক অর্কেস্ট্রা দর্শকের পরনে ইভান ফিশার উদ্ভাবিত মাস্ক। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে সৃষ্ট মহামারির ফলে সারা পৃথিবীতেই ফেস মাস্ক এখন প্রতিদিনের অপরিহার্য অনুষঙ্গ। অতি প্রয়োজনী ও সুরক্ষাদায়ী পণ্যটি নিয়ে নিরীক্ষারও শেষ নেই যেন। হীরা দিয়ে কেউ বানাচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি ফেস মাস্ক; কেউ আবার ফুটিয়ে তুলছেন ফ্যাশনের নতুন ভাষা।

এরইমধ্যে হাঙ্গেরিয়ান এক অর্কেস্ট্রা কনডাক্টর এমন এক ফেস মাস্ক উদ্ভাবন করেছেন, যেটি শব্দ-বর্ধক।

দর্শকের সামনে নিজের উদ্ভাবিত মাস্ক সম্পর্কে কথা বলছেন হাঙ্গেরিয়ান অর্কেস্ট্রা কনডাক্টর ইভান ফিশার।

চারপাশে ফেস মাস্কের ছড়াছড়ি দেখে ইউরোপিয়ার দেশটির রাজধানী বুডাপেস্টের বাসিন্দা ইভান ফিশারের মাথায় এক আইডিয়া এলো। অতি প্রয়োজনীয় ফেস মাস্ককে তিনি পরিণত করলেন একটা মিউজিক শ্রবণ যন্ত্রে!

বুডাপেস্ট ফেস্টিভ্যাল অর্কেস্ট্রার প্রধান কনডাক্টর ফিশার জানান, বিটোফেন ও স্ট্রসের মিউজিকের মহড়া করতে করতে এক সন্ধ্যায় আইডিয়াটি মাথায় আসে তার। 

নিজের উদ্ভাবিত এই মাস্ক পরলে তিনি শব্দ স্বাভাবিকের চেয়ে একটু জোরে, আরেকটু ভালোভাবে শুনতে পান।

অর্কেস্ট্রা দর্শকদের কাছে মাস্কটি ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। অর্কেস্ট্রাটির ওয়েবসাইট থেকে চাইলেই এটি কিনতে পারছেন তারা। 

অর্কেস্ট্রা দর্শক ও এই মাস্কের ব্যবহারকারী সুজা হুনিয়াদি-জল্টান বলেন, ‘এটা পরলে মিউজিক শ্রবণে আরও বেশি মনোনিবেশ করা যায়। মাস্কটি খুলে ও পরে- দুভাবেই পরখ করে একটা স্পষ্ট পার্থক্য আমি টের পেয়েছি।’