- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
নিজ বায়োগ্রাফি পরিচালনা করবেন ম্যাডোনা
গান নিয়ে প্রায় চার দশকের কেরিয়ার পপতারকা ম্যাডোনার। এবারে তার সেই বর্ণাঢ্য জীবন নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা চলছে। যে বায়োগ্রাফি সিনেমাটি নিজেই পরিচালনা করবেন তিনি।
এ প্রসঙ্গে ৬২ বছর বয়সী পপতারকা ম্যাডোনা জানান, ‘একজন সংগীত ও নৃত্যশিল্পী এবং মানুষ হিসেবে আমার পথচলার গল্প মানুষের সামনে তুলে ধরতে চাই।’
তিনি আরো জানান, ছবির বিষয়বস্তু থাকবে সংগীত।
এ বিষয়ে তিনি বলেন, “গানই আমাকে সামনে এগোনোর অনুপ্রেরণা জুগিয়েছে। শিল্পই আমাকে বাঁচিয়ে রেখেছে। নিজের অনেক না–বলা কথা আর অনুপ্রেরণার গল্প আমি এই সিনেমায় তুলে ধরতে চাই। আমার সেসব গল্প আমার চেয়ে ভালো আর কে বা বলতে পারবে!”
অস্কারজয়ী চিত্রনাট্যকার ডায়াব্লো কোডির সঙ্গে যৌথভাবে ছবির চিত্রনাট্য তৈরি করবেন ম্যাডোনা।
এর আগে জুনো ও ইয়াং অ্যাডাল্ট ছবি দুটির চিত্রনাট্য লিখে প্রশংসিত হয়েছিলেন ডায়াব্লো।
ম্যাডোনার জীবনীচিত্রের নাম ঠিক হয়নি।
ম্যাডোনার ভূমিকায় কে অভিনয় করবেন এবং কবে নাগাদ ছবিটির শুটিং শুরু হবে, সেসবও জানা যায়নি। ছবিটির পরিবেশক হবে বিখ্যাত ইউনিভার্সাল পিকচার্স।
এর আগে ম্যাডোনা ফিলথ অ্যান্ড উইসডম ও ডব্লিউ ডট ই ছবি দুটি পরিচালনা করেছিলেন। গানের পাশাপাশি অনেক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।