ডাক্তারদের ধন্যবাদ জানাতে জার্মানিতে মাছ পাঠাচ্ছে নেদারল্যান্ডস

By: সুখবর ডেস্ক ২০২০-০৬-১১ ৮:৩২:০৯ পিএম আপডেট: ২০২৫-০১-০৯ ৫:০৩:২৬ এএম সাতসতেরো
অনলাইন থেকে সংগৃহীত ছবি

নেদারল্যান্ডসের কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা দিয়েছিল জার্মানি৷ ধন্যবাদ জানাতে দেশটি এ বছর ধরা পড়া তাদের প্রথম হেরিংয়ের চালান সেইসব ডাক্তারদের কাছে উপহার হিসেবে পাঠাচ্ছে৷

বুধবার ‘ডাচ ফিশ মার্কেটিং বোর্ড’ এ ঘোষণা দেয়৷ নেদারল্যান্ডে সাধারণত মৌসুমের প্রথম হেরিংয়ের চালান বেশ বড়সড় নিলামের আয়োজন করে বিক্রি করা হয় এবং সেই অর্থ ব্যয় হয় দাতব্য কাজে৷ কিন্তু এবার তারা সেটি প্রতিবেশী জার্মান অঙ্গরাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়ায় উপহার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে৷ নেদারল্যান্ডসে জুন থেকে অগাস্ট মাস পর্যন্ত হেরিং মাছ ধরা পড়ে৷

হেরিংয়ের চালানটি নর্থ রাইন-ওয়েস্টফালিয়া স্বাস্থ্যমন্ত্রী কার্ল-জোসেফ ল্যুম্যান এবং মুন্সটারের ইউনির্ভাসিটি ক্লিনিকের পরিচালক হুগো ফন আকেনের হাতে তুলে দেওয়া হবে৷ 

নেদারল্যান্ড সীমান্তবর্তী নর্থ রাইন-ওয়েস্টফালিয়া এপ্রিলে ইউরোপীয় ইউনিয়নভূক্ত তিন দেশ থেকে কোভিড-১৯ আক্রান্ত মুমূর্ষু রোগীদের নিয়ে এসে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়৷  সেখানে নেদারল্যান্ডসের ২৮ রোগী চিকিৎসা পেয়েছেন৷

জার্মানির আরো কয়েকটি অঙ্গরাজ্য একই উদ্যোগ নিয়েছিল৷ সব মিলিয়ে নেদ্যারল্যান্ডসের শতাধিক কোভিড-১৯ রোগী জার্মানিতে চিকিৎসা পেয়েছেন৷