কান উৎসবে কণ্ঠশিল্পী কৃষ্ণকলির প্রামাণ্যচিত্র

By: সুখবর ডেস্ক ২০২০-০৬-১১ ৮:২৩:০৬ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ৮:৫৩:৩৬ এএম তারকা
কণ্ঠশিল্পী কৃষ্ণকলি ইসলাম, ফেসবুক থেকে নেওয়া ছবি

কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের ‘কান ডকস’-এ জনপ্রিয় কণ্ঠশিল্পী কৃষ্ণকলি ইসলামের প্রথম প্রামাণ্যচিত্র ‘নো অবজেকশন সার্টিফিকেট’র নির্মাণ প্রকল্প নির্বাচিত হয়েছে। 

মার্শে দ্যু ফিল্মের ওয়েবসাইটে ‘স্পটলাইটেড প্রজেক্ট’ হিসেবে বিভিন্ন দেশের ১৪টি চলচ্চিত্র নির্মাণ প্রকল্পের মধ্যে একমাত্র বাংলাদেশি প্রকল্প ‘নো অবজেকশন সার্টিফিকেট’।

করোনাভাইরাসের কারণে এবার বিকল্প ব্যবস্থায় ২২ থেকে ২৬ জুন ভার্চুয়ালি এ আয়োজন হচ্ছে; ২৩ থেকে ২৫ জুন তিনদিন নির্বাচিত প্রামাণ্যচিত্র নিয়ে মার্শে দ্যু ফিল্মে আলোচনায় অংশ নেবেন নির্মাতারা।

দেশের সমাজ ব্যবস্থায় সন্তানের অভিভাবকত্ব নিয়ে একজন একক মায়ের জীবন সংগ্রাম নিয়ে এ প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন তিনি। ইতোমধ্যে এটির চিত্রনাট্য ও গবেষণা পর্বের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

প্রামাণ্যচিত্রের প্রযোজনায় যুক্ত আছেন তারেক হাসান; সহপ্রযোজক পেলেই চলতি বছরের শেষভাগে দৃশ্যধারণ শুরুর করবেন বলে জানান কৃষ্ণকলি; আগামী বছরের শেষ নাগাদ মুক্তি পেতে পারে তার প্রথম প্রামাণ্যচিত্রটি।

তিনি বলেন, “এটি নিয়ে আমাদের অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে। সিনেমার চেয়ে ডকুফিল্মের প্রতিই আমার আগ্রহ বেশি। ডকুমেন্টারিতে নিজেকে সহজে সম্পৃক্ত করতে পারি। আগামীতে আরো কাজ করার ইচ্ছা আছে।”