বিশ্বের সর্বোচ্চ রেটিং’র চলচ্চিত্রের তালিকায় দ্বিতীয় ‘আয়নাবাজি’

By: সুখবর ডেস্ক ২০২০-১০-১০ ৮:০৫:০১ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ৮:৪১:৪২ এএম সিনেমা
‘আয়নাবাজি’ ছবির পোস্টার

১৩০ দেশের চলচ্চিত্র বিশ্লেষণ ও আইএমডিবি’র (ইন্টারনেট মুভি ডাটাবেজ) রেটিং স্কোর ব্যবহার করে বিশ্বের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছেন ট্রান্সক্রিপশন সাইট ‘অ্যাম্বার স্ক্রিপ্ট ডট কম’। 


সেই তালিকায় রেটিং পয়েন্ট ৯.১ পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশের ছবি ‘আয়নাবাজি’ (২০১৬) এবং কসোভোর ‘জানা’ (২০১৯)।


তালিকার শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র ১০ পয়েন্টের মধ্যে পেয়েছে ৯.২।


রেটিং পয়েন্ট ৯ পেয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্যের ‘দ্য ডার্ক নাইট’ (২০০৮) ও শ্রীলংকার ‘আলোকো উদাপাদি’ (২০১৭)। 

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ মুক্তির পরপরই দর্শক মহলে সাড়া ফেলে। কারাদণ্ডপ্রাপ্ত আসামীদের বদলে ভাড়ায় জেলখাটা আয়না (চঞ্চল চৌধুরী), তার বান্ধবী হৃদি (সুমা রহমান নাবিলা) এবং ক্রাইম রিপোর্টার সাবেরের (পার্থ বড়ুয়া) জীবনের প্রেম-আনন্দ-বেদনা নিয়ে অপরাধ জগতের ছায়ায় এগিয়েছে এর কাহিনি।


বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পাশাপাশি সাত ক্যাটাগরিতে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করে আন্তর্জাতিকভাবে ‘মিরর গেম’খ্যাত ‘আয়নাবাজি’।


তালিকার শীর্ষে থাকা ২০ দেশের চলচ্চিত্র

যুক্তরাষ্ট্র (চলচ্চিত্র: দ্য শশাঙ্ক রিডেম্পশন; রেটিং পয়েন্ট: ৯.২)
বাংলাদেশ (আয়নাবাজি; ৯.১)
কসোভো (জানা; ৯.১)
যুক্তরাজ্য (দ্য ডার্ক নাইট; ৯)
শ্রীলংকা (আলোকো উদাপাদি; ৯)
নিউজিল্যান্ড (দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং; ৮.৯)
জার্মানি (ফাইট ক্লাব; ৮.৮)
ইতালি (দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি; ৮.৮)
জাপান (সেভেন সামুরাই; ৮.৬)
কানাডা (ইন্টারস্টেলার; ৮.৬)
দক্ষিণ কোরিয়া (প্যারাসাইট; ৮.৬)
ব্রাজিল (সিটি অব গড; ৮.৬)
মাল্টা (গ্লাডিয়েটর; ৮.৫)
ফ্রান্স (লিও: দ্য প্রফেশনাল; ৮.৫)
মিয়ানমার (মুদরাস কলিং; ৮.৫)
নরওয়ে (দ্য পিঞ্চক্লিফ গ্র্যান্ড প্রিক্স; ৮.৫)
পোল্যান্ড (দ্য পিয়ানিস্ট; ৮.৫)
ঘানা (সামসারা; ৮.৫)
লিবিয়া (লায়ন অব দ্য ডিজার্ট; ৮.৪)
ভারত (থ্রি ইডিয়টস; ৮.৪)