রোদ বৃষ্টির খেলা || রহীম শাহ

By: রহীম শাহ ২০১৯-০৭-২৬ ৭:২০:৪৩ পিএম আপডেট: ২০২৪-১২-২২ ৩:১৬:১০ এএম সাহিত্য
সংগৃহিত ছবি

রোদ ভেসে যায়, মাঠের পারে, তাই ছুটেছি মাঠে,
সোনার চাদর বিছিয়ে যেন রোদরা মাঠে হাঁটে।
রোদ হেঁটে যায় এদিক-সেদিক, বেশ তো স্বাধীন তারা,
রোদ-ঝলমল দিন দুপুরে ঘুমিয়ে পড়ে পাড়া।

সূর্য যখন পশ্চিমে যায়, রোদ হেঁটে যায় পুবে
একটি মেঘের পাহাড় পেয়ে সূর্য গেল ডুবে।
রোদ পালাল এদিক-সেদিক, ডান পাশে বাম পাশে
আকাশ ভরা মেঘ দেখে রোদ পালাল কি ত্রাসে?

দাঁড়িয়ে আছি মাঠের ওপর মেঘের ভাঙা শুরু
বজ্রপাতের ঝলকানিতে বুকটা দুরু-দুরু।
বৃষ্টি নেমে ভিজিয়ে দিল মিষ্টি বিকেলটাকে
আমার দু’চোখ সাঁতার কাটে মেঘের ফাঁকে-ফাঁকে।

আকাশ জুড়ে কান্না বুঝি বৃষ্টি ঝুপুর-ঝুপুর
বনহিজলের পাতায়-পাতায় বাজছে যেন নূপুর।
ঝুপ করে সাঁঝ নামল বুঝি কাকের পিঠের মতো
ওই দিকে মা খোকনকে তার ডাকছে অবিরত।

মা ডেকেছেন- ফিরব বাড়ি; হঠাৎ করি খেয়াল,
মাঠ ও বাড়ির মধ্যিখানে বৃষ্টি হলো দেয়াল।
মায়ের কাছে ছুটে যাব বাড়িয়ে দিলাম হাত
নীল আকাশের কান্না যেন থামল অকস্মাৎ।

মেঘের পাহাড় দু’ফাঁক করে সূর্য দিল উঁকি
এখন ঠিকই নিতে হবে বাড়ি ফেরার ঝুঁকি।