- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
রোদ বৃষ্টির খেলা || রহীম শাহ
রোদ ভেসে যায়, মাঠের পারে, তাই ছুটেছি মাঠে,
সোনার চাদর বিছিয়ে যেন রোদরা মাঠে হাঁটে।
রোদ হেঁটে যায় এদিক-সেদিক, বেশ তো স্বাধীন তারা,
রোদ-ঝলমল দিন দুপুরে ঘুমিয়ে পড়ে পাড়া।
সূর্য যখন পশ্চিমে যায়, রোদ হেঁটে যায় পুবে
একটি মেঘের পাহাড় পেয়ে সূর্য গেল ডুবে।
রোদ পালাল এদিক-সেদিক, ডান পাশে বাম পাশে
আকাশ ভরা মেঘ দেখে রোদ পালাল কি ত্রাসে?
দাঁড়িয়ে আছি মাঠের ওপর মেঘের ভাঙা শুরু
বজ্রপাতের ঝলকানিতে বুকটা দুরু-দুরু।
বৃষ্টি নেমে ভিজিয়ে দিল মিষ্টি বিকেলটাকে
আমার দু’চোখ সাঁতার কাটে মেঘের ফাঁকে-ফাঁকে।
আকাশ জুড়ে কান্না বুঝি বৃষ্টি ঝুপুর-ঝুপুর
বনহিজলের পাতায়-পাতায় বাজছে যেন নূপুর।
ঝুপ করে সাঁঝ নামল বুঝি কাকের পিঠের মতো
ওই দিকে মা খোকনকে তার ডাকছে অবিরত।
মা ডেকেছেন- ফিরব বাড়ি; হঠাৎ করি খেয়াল,
মাঠ ও বাড়ির মধ্যিখানে বৃষ্টি হলো দেয়াল।
মায়ের কাছে ছুটে যাব বাড়িয়ে দিলাম হাত
নীল আকাশের কান্না যেন থামল অকস্মাৎ।
মেঘের পাহাড় দু’ফাঁক করে সূর্য দিল উঁকি
এখন ঠিকই নিতে হবে বাড়ি ফেরার ঝুঁকি।