সাহিত্যে নোবেল পেলেন পিটার হান্ডকে

২০১৯-১০-১০ ৮:২৭:২৬ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ১১:৫৩:১৭ এএম আন্তর্জাতিক
সাহিত্যে ২০১৮ সালে ওলগা তোকার্তুক এবং ২০১৯ সালে পিটার হ্যান্ডকে নোবেল জিতেছেন। ছবি: টুইটার/ নোবেল পুরস্কার

সাহিত্যে ২০১৯ সালের নোবেল গেল অস্ট্রিয়ায়। এবার অস্ট্রিয়ার লেখক পিটার হান্ডকে এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

অন্যদিকে ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করা হয়েছিল। ওই পুরস্কারজয়ীর নাম এবার ঘোষণা দেওয়া হয়েছে। ২০১৮ সালের নোবেল পেয়েছেন পোল্যান্ডের লেখক ওলগা তোকার্তুক।

নোবেল কমিটি জানিয়েছে, ভাষার সৌকর্য এবং মানবিক অভিজ্ঞতার প্রান্তিক ও সুনির্দিষ্টতা উন্মোচনের ক্ষেত্রে পিটার হান্ডকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওলগা তোকার্তুক মানবজীবনের নানা সীমা অতিক্রমের গল্প নিজের কল্পনার তুলিতে ফুটিয়ে তুলেছেন।

সিএনএন বলছে, গত বছরে নোবেল সাহিত্য কমিটির বিরুদ্ধে যৌন হয়রানি ও অর্থ লেনদেনসংক্রান্ত কেলেঙ্কারি গণমাধ্যমে তোলপাড় ফেলে দেয়। এরপরই সাহিত্যে ২০১৮ সালের নোবেল স্থগিত করা হয়। পরে ২০১৮ ও ২০১৯ সালের সাহিত্যে দুই নোবেলজয়ীর নাম একসঙ্গে ঘোষণা করা হলো।