চিকিৎসায় নোবেল পেলেন তিনজন

By: রাশেদ শাওন ২০১৯-১০-০৭ ৮:১৫:২৪ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ১২:০৫:০৩ পিএম আন্তর্জাতিক
কাইলিন, র‌্যাটক্লিফ, সেমেনজা

মানবদেহে কোষের অনুভূতি গ্রহণ এবং অক্সিজেন মাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপর গবেষণা করে চলতি বছর নোবেল পুরস্কার পেলেন উইলিয়াম কাইলিন জুনিয়র, গ্রেগ সেমেনজা এবং স্যর পিটার র‌্যাটক্লিফ। সোমবারই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাপকদের নাম।

এই তিন জনের মধ্যে কাইলিন এবং সেমেনজা হলেন আমেরিকান এবং র‌্যাটক্লিফ ব্রিটিশ বিজ্ঞানী। কাইলিন এবং সেমেনজা কাজ করেন যথাক্রমে হাভার্ড এবং জনস হফকিনস ইউনিভার্সিটিতে। আর র‌্যাটক্লিফ কাজ করেন ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটে।

নোবেল পুরস্কারের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, অধিকাংশ অসুখ-বিসুখের সময় কোষে অক্সিজেনের অনুভূতির মাত্রা বিশেষ গুরুত্বপূর্ণ। যে কারণে তিন বিজ্ঞানীর আবিষ্কারের মৌলিক তাৎপর্য রয়েছে। ক্যানসার, রক্তাল্পতা-সহ বহু রোগের চিকিৎসায় এই গবেষণা কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।

নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজে লাগিয়ে ক্যান্সার চিকিৎসার নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন এবং জাপানের তাসুকু হোনজো গতবছর চিকিৎসা বিজ্ঞানের নোবেল পান।

কোন নোবেল কবে ঘোষণা

৮ অক্টোবর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, ৯ অক্টোবর বুধবার রসায়ন, ১০ অক্টোবর বৃহস্পতিবার সাহিত্য, ১১ অক্টোবর শুক্রবার শান্তি ও ১৪ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম।