বার্সেলোনার হয়ে মেসির গোলের সেঞ্চুরি

By: রাশেদ শাওন ২০১৯-১০-০৬ ৯:৪৫:২৪ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ৮:৫৫:৩৬ এএম ফুটবল
লিওলেন মেসি

অবশেষে লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে জাদুকরী এক ফ্রি কিকে বল জালে জড়িয়েছেন লিওলেন মেসি। চলতি মৌসুমে এটি তাঁর প্রথম গোল।

রোববার রাতে লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে সবশেষ গোলটি করেন মেসি। সেভিয়ার বিপক্ষে ৩৮ ম্যাচে এটা তার ৩৭তম গোল। এতে বার্সেলোনার হয়ে করলেন গোলের সেঞ্চুরি।

সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার হয়ে ডি-বক্সের বাইরে থেকে একশ গোল করলেন মেসি। এর ৪৩টি করেছেন সরাসরি ফ্রি কিকে।

এই গোলে আরেকটি কীর্তি গড়েছেন লা লিগার সফলতম গোলদাতা। একবিংশ শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা ১৬ মৌসুমে গোল করলেন মেসি।