সমানেসমান আর্জেন্টিনা, জার্মানি

By: রাশেদ শাওন ২০১৯-১০-০৯ ১০:০১:১৯ পিএম আপডেট: ২০২৪-১২-২১ ৯:৫৪:০৩ এএম ফুটবল
আর্জেন্টিনা-জার্মানি’র প্রীতি ম্যাচের একটি দৃশ্য

২২ মিনিট যেতে না যেতেই ২ গোল হজম করে আর্জেন্টিনা। তবে প্রথমার্ধে অগোছালো ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তারা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে জার্মানির বিপক্ষে শেষতক আলারিওর নৈপুণ্যে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আলারিও প্রথম গোলটি করে ব্যবধান কমান। দ্বিতীয় গোলটি আসে লুকাস ওকাম্পোসের পা থেকে। দ্বিতীয় গোলেও অবদান ছিল আলারিওর।

শুরুটা দুর্দান্ত হলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি জার্মানি। ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় জার্মানি। জার্মানির বায়ার্ন মিউনিখের খেলোয়াড় জিনাব্রি দল শুরুতেই এগিয়ে নেন। এর পর ২২ মিনিটে জার্মানির হয়ে নিজের প্রথম গোলটি করেন হাভার্টজ। এই গোলেও অবদান ছিল জিনাব্রির। তাঁর বাড়ানো বলই জালে জড়িয়েছেন হাভার্টজ। প্রথমার্ধেই আরও অন্তত দুবার গোলবঞ্চিত হয় জার্মানি।

সীমানা পাল্টে দুই দল যখন মাঠে নামে তখন কিছুটা রক্ষণাত্মকভাবে খেলতে শুরু করে জার্মানি। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টাইনরা করতে থাকে একের পর এক আক্রমণ। ঘুরে দাঁড়ানো আর্জেন্টিনা ব্যবধান কমায় ৬৬ মিনিট। সতীর্থ খেলোয়াড় আকুনার বাড়ানো বল হেডে জালে জড়ান আলারিও। মিনিট চারেক পরই সমতায় ফেরার সুযোগ পায় আর্জেন্টিনা। এ যাত্রায় জার্মানিকে রক্ষা করেন টের স্টেগেন। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আলারিওর গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা।