- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
ব্র্যাডম্যানকে পেছনে ফেললেন কোহলি
ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ক্যারিয়ারের ৫০তম টেস্টটি স্মরণীয় করে রাখতে যেন রেকর্ড বইয়ের খাতা খুলে বসেছেন।
পুনে টেস্টে শুরুর দিন থেকে তিনি ছিলেন স্বমহিমায় আলোকিত। ৯১ বলে ফিফটি তুলে নেওয়ার পর ৬৩ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছিলেন। আজ দ্বিতীয় দিন সেঞ্চুরি তুলে নেন ১৭৩ বল খেলে।
এর পর এক শ থেকে দেড় শ-তে যেতে কোহলি খেলেছেন ৬৮। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন স্যার ডন ব্র্যাডম্যানকে। ১৯৩৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত এ অস্ট্রেলিয়ান আটটি দেড়শোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন। কোহেলির এখন দেড়শ রানের অধিক স্কোর নয়টি।
এর পর তিনি দেড় শ থেকে দুই শ-তে যেতে খেলেন আরও ৫৪ বল। ক্যারিয়ারের এই সপ্তম ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া পর্যন্ত কোহলি কোনো ছক্কা মারেননি।
ব্যক্তিগত ২০৮ রানে থাকতে আউট হতে পারতেন কোহলি। মুথুস্যামি ‘নো বল’ করায় রক্ষা পেয়েছেন সে যাত্রায়। তবে বেশ কিছু প্রথমের জন্ম হয়ে গেছে তার আগেই। ২০১৬ থেকে এ পর্যন্ত হিসেব কষলে দেখা যাচ্ছে, এ সময়ের মধ্যে প্রথম ও একমাত্র ব্যাটসম্যান হিসেবে সাতটি ডাবল সেঞ্চুরির দেখা পেলেন কোহলি।
ভারতের ইতিহাসেও প্রথম খেলোয়াড় হিসেবে সাতটি ডাবলের দেখা পেলেন কোহলি। এ পথে তিনি টপকে গেলেন পূর্বসুরী টেন্ডুলকার ও শেবাগকে।
৫ উইকেটে ৬০১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। ২৫৪ রানে অপরাজিত ছিলেন কোহলি। টেস্টে এটি তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত রানের স্কোর। এ নিয়ে ১৫বার নিজের সর্বোচ্চ রানের স্কোর নতুন করে গড়লেন তিনি—যা টেস্ট ইতিহাসে সর্বোচ্চ।
টেস্ট আঙিনায় আপাতত যুগ্মভাবে চতুর্থ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় অধিনায়ক।