- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
- ● "বাংলা ভাষা নিয়ে লজ্জা, সংকোচ, হীনমন্যতার কিছু নেই"
- ● করোনা’র টিকাদানে ভারত, পাকিস্থানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
- ● আলোচনায় নাদিম ইকবালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিকড়ের ভাষা’
টরন্টোর ‘মঙ্গল শোভাযাত্রা’য় আমন্ত্রণ

আসছে বাংলা নতুন বছর। নতুন বছরকে বরন করতে টরন্টো’র সাহিত্য-সাংস্কৃতিক কর্মিরা আয়োজন করেছে ‘মঙ্গল শোভাযাত্রা’র।
আয়োজকরা, শোভাযাত্রায় অংশ নিতে ১৫ এপ্রিল শনিবার, দুপুর ১২ টায় সকলকে ডেন্টোনিয়া পার্কে অবস্থিত শহিদ মিনার-এ একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ আয়োজন সংক্রান্ত ইভেন্ট পেজ খোলা হয়েছে।
পেজটিতে ইভেন্ট আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ’আমরা টরন্টোর সাংস্কৃতিক কর্মীরা মিলবো ঐতিহ্যের শোভাযাত্রায়।’
পেজটি থেকে প্রত্যশা করা হয়েছে, ’বাংলাদেশিদের অংশগ্রহণে আরও বেশী প্রাণবন্ত হোক এই আয়োজন।’
‘মঙ্গল শোভাযাত্রা’র পেজে আরও জানানো হয়েছে, প্রস্তুতির সময়ের স্বল্পতার কারণে সবাইকে নিজ নিজ ব্যানার, ফেস্টুন নিয়ে আসবার জন্যে অনুরোধ করা যাচ্ছে।
আয়োজনটির অন্যতম উদ্যোক্তা কবি ও সাংস্কৃতিক সংগঠক জামিল বিন খলিল shukhobr24.com-কে বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা’ আমাদের সংস্কৃতির অন্যতম প্রতীক। আর এই শোভাযাত্রা হল বাংলাদেশিদের একটি মেলবন্ধন।
জামিল জানান, সম্প্রতি বাংলাদেশে পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানোর প্রতিবাদ স্বরূপ এই আয়োজনে সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি।
আয়োজকদের আরেকজন উদ্যোক্তা আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক কামরান করিম shukhobr24.com-কে জানান, সম্প্রতি বাংলাদেশে পহেলা বৈশাখে ’মঙ্গল শোভাযাত্রা’ বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই আয়োজন।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। রোববার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান।
এর পর থেকেই বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদ জানাচ্ছেন নিজ নিজ অবস্থান থেকে।