আলোচনায় ফ্লাইওভারের নিচের পিলার'র গ্রাফিতি

By: সুখবর ডেস্ক ২০২৩-০৪-১১ ৩:০৫:১৪ এএম আপডেট: ২০২৪-১১-২১ ১:২৯:০১ এএম বাংলাদেশ
সাতরাস্তামুখী ফ্লাইওভারের নিচের পিলারগুলোতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন গ্রাফিতি

ঢাকার মগবাজার থেকে সাতরাস্তামুখী ফ্লাইওভারের নিচের পিলারগুলোতে সাদা রঙের ক্যানভাসে ফুটে উঠছে দৃষ্টিনন্দন গ্রাফিতি।

তাতে শোভা পাচ্ছে দেশীয় সংস্কৃতি এবং সামাজিক সচেতনতা তৈরিতে বিভিন্ন মেসেজ। গ্রাফিতি আঁকা চারটি পিলারের একটিতে পরিবেশ সংরক্ষণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

পিলারের একপাশে এক কিশোর চারা গাছ লাগাচ্ছে, আরেক কিশোর বই নিয়ে স্কুলে যাচ্ছে। একটিতে লেখা আছে- হর্ন বাজাবেন না, পোস্টার না লাগাই।

আর দুটি পিলারের একটিতে ফুল, পাখি, সূর্য এবং আরেকটিতে ফুলের নকশার সাথে নৌকা দিয়ে অবহমান বাংলার সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে।

এরই মধ্যে দৃষ্টিনন্দন গ্রাফিতিগুলো অনেকের দৃষ্টি আর্কষণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ অনেকেই গ্রাফিতির ছবি পোস্ট করেছেন বেশ উৎসাহ নিয়ে।

উল্লেখ্য, স্থানিয় সময় সোমবার (১০ এপ্রিল) দুপুরে মগবাজার চৌরাস্তায় ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।