সেফোরাতে লেডি গাগা নামে প্রসাধনী ব্র্যান্ড

By: রাশেদ শাওন ২০২২-০৬-১৪ ৩:৪৪:২৪ এএম আপডেট: ২০২৫-০১-২২ ৮:৩৭:২৩ এএম কানাডা
সংগীতশিল্পী ও ফ্যাশন আইকন লেডি গাগা

নিজের নামে প্রসাধনী ব্র্যান্ড হাউস ল্যাবরেটরিজ খুললেন সংগীতশিল্পী ও ফ্যাশন আইকন লেডি গাগা। ভক্তদের জন্য সেফোরাতে নতুন করে উদ্বোধন  করা হয়েছে ব্র্যান্ডটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সেফোরা স্টোরে দেখা যায়  লেডি গাগাকে। নিজের প্রসাধনী ব্র্যান্ডের প্রচারণার জন্য মূলত তিনি সেফোরা স্টোরে যান। এ খবর তিনি নিজেই পোস্ট করে জানিয়েছেন ভক্তদের।

তিনি জানান, এদিন তাঁর পুরো সাজসজ্জাই নাকি করা হয়েছে হাউস ল্যাবরেটরিজ বা হাউস ল্যাবস বাই লেডি গাগার বিভিন্ন ধরনের প্রসাধনীতে।

স্টোরে পাওয়া যাচ্ছে হাইপাওয়ার পিগমেন্ট পেইন্ট, বায়োরেডিয়েন্ট জেল পাউডার হাইলাইটার, পাওয়ার স্কাল্প ভেলভেট ব্রোঞ্জার, পিএইচডি হাইব্রিড লিপ অয়েল, অপটিক ইনটেনসিটি ইকো আইলাইনার, দ্য এগ প্রিসিশন ব্রো পেন্সিল, লে মনস্টার লিপ ক্রেয়নসহ প্রায় ১০০ ধরনের প্রসাধনী।

এ ছাড়া সেফোরাডটকম, সেফোরাডটসিএ ও হাউসল্যাবসডটকম-এও সব ধরনের প্রসাধনী কেনা যাবে।