আন্তর্জাতিক সংস্থাকে ৩শ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রুডোর

By: সুখবর ডেস্ক ২০২০-০৬-২৭ ২:০৬:২৮ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ১২:০১:০৫ পিএম কানাডা
প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো

কোভিড -১৯ এর বিরুদ্ধে যুদ্ধে লড়তে আন্তর্জাতিকভাবে ৩শ মিলিয়ন ডলার সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন কানাডার প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো। 

শনিবার সকালে ভার্চুয়াল আন্তর্জাতিক তহবিলা সংগ্রহকারী সংস্থাকে নতুন করে এ অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা দেন তিনি। 

সংস্থাটি পরিচালনা করেছ গ্লোবাল সিটিজেন। তারা ৪২.৪ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের চেষ্টা করছে।

ঘোষণায় ট্রুডো বলেন, “মহামারীর ফলে সৃষ্ট দুর্যোগ কাটিয়ে উঠতে তাত্ক্ষণিকভাবে উন্নয়ন ও মানবিক যে দিকগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে তা কাটিয়ে উঠতেই এই সহযোগীতা করছে কানাডা। বিশেষ করে প্রয়োজনীয় খাদ্য সুরক্ষা, পুষ্টি এবং শিক্ষার জন্যে কানাডা সরকার ১৮০ মিলিয়ন ডলার প্রদান করবে।”

ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এই উদ্যোগে সাথে রয়েছে। তারাও সংস্থাটিকে আন্তর্জাতিকভাবে স্বাস্থ্যসেবায় সাহায্য করবে বলেও নিশ্চিত করেছে।

এ ছাড়া এপ্রিল মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তৈরি করা অ্যাক্সেস টু কোভিড-১৯ টুলস (অ্যাক্ট) এক্সিলারেটর নামে একটি উদ্যোগের জন্য ১২০ মিলিয়ন ডলার সাহায্য করবে ট্রুডোর সরকার। 

মহামারী মোকাবিলার ভ্যাকসিন আবিষ্কার ও ওষুধ তৈরি এবং ডায়াগনস্টিক সরঞ্জামদি তৈরিতে দ্য অ্যাক্ট অ্যাকসিলারেটর সংস্থা হেলথ প্রফেশনাল এবং ব্যবসায়িদের সাহায্য করতে এই তহবিল তৈরির উদ্যোগ নেয়।

ভার্চুয়াল ফান্ডারাইজারদেরকে দেওয়া এক বিবৃতিতে প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, “কোভিড-১৯ সর্বত্র মানুষের জীবন বদলে দিয়েছে এবং এটি বিশ্বজুড়ে সামাজিক যে বৈষম্য রয়েছে তা নতুন করে সামনে এনেছে।”

তিনি আরও বলেন, ”এই বৈষম্যকে বদলে দিতে পারি আমরাই। আমাদের সে সুযোগও রয়েছে।”

কানাডিয়ান এইড এজেন্সি অ্যান্ড অ্যাডভোকেসি গ্রুপ বলেছে, এই সাহায্য কেবল চলমান মহামারীর সাথে লড়াইয়ে ব্যয় হবে। এ ছাড়া ভ্যাকসিন আবিষ্কার পরে তা দরিদ্র দেশগুলোতে সরবরাহ করতে এ তহবিল কাজ করবে।

বিশ্বের বৃহত্তম দারিদ্র্য বিমোচনকারী এডভোকেসি গ্রুপ হল গ্লোবাল সিটিজেন।

এই গ্রপটি শনিবারের ভার্চুয়াল সম্মেলন আয়োজনের পাশাপাশি আরও একটি উদ্যোগ নিয়েছে। তারা তারকা শিল্পীদের নিয়ে একটি ইভেনিং কনসার্টের আয়োজন করবে যা বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত হবে বলেও জানা গেছে।